ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে লাইফওয়ের নামে কোটি কোটি টাকার প্রতারণা

প্রকাশিত: ০৯:১৩, ১১ জুলাই ২০১৯

 গাজীপুরে লাইফওয়ের নামে কোটি কোটি টাকার প্রতারণা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ এর নামে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ১৮ জনকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় ওই প্রতিষ্ঠাণের একটি গোপন কক্ষে বন্দি ১৭০জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। র্যাব-১’র স্পেলাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বৃহষ্পতিবার এ তথ্য জানিয়েছেন। র্যাব কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ নামে একটি প্রতারকচক্রের সদস্যরা চাকুরী দেওয়ার নামে অভিনব কায়দায় দেশের বিভিন্ন অঞ্চলের নিরীহ বেকার যুবকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলছিল। র্যাব-১’র ওই কর্মকর্তা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার নুর টাওয়ার এর ৫ম তলায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ এর নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতারণা করার উদ্দেশ্যে বুধবার রাতে অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে র্যাব-১’র ওই ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ১৮জনকে আটক করে। পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে ওই প্রতিষ্ঠাণের একটি গোপন কক্ষে আটক ১৭০জন জিম্মিকে উদ্ধার করা হয়। র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে নগদ ১৭ হাজার ৪৯১ টাকা, ব্যাংকের চেক বই ও ১৯ টি মোবাইলসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করেছে। আটককৃতরা হলো- সিলেটের জহির আহম্মেদ (২৪), সজীব দেব (২৩) ও ওসমানী আহম্মেদ ফুরকান (২১), মানিকগঞ্জের জুয়েল রানা (২৫) ও অসীম (৩০), হবিগঞ্জের নুর উদ্দিন (২১), নোয়াখালীর জাহিদুল ইসলাম (২৩), রংপুরের রাকিবুল ইসলাম রিপন (২২), রাশেদুল ইসলাম (২৪), আসাদ মিয়া (২৪) ও মনিরুজ্জামান (২২), ময়মনসিংহের আজিজুল হক (২৪), ফরিদপুরের সোহান শেখ (২০) ও আমিনুল ইসলাম (৩৫), মৌলভীবাজারের আব্দুল সামাদ (২৩), যশোরের মিরাজ হোসেন (২৩), শেরপুরের আইয়ুব আলী (২৩) এবং গাজীপুরের হেলাল উদ্দিন (৩২)। র্যাব-১’র ওই কর্মকর্তা আরো জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ নামে প্রতিষ্ঠান চালু করে দেশের সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদেরকে চাকুরী দেওয়ার নামে গোপন কক্ষে বন্দি করে রেখে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে আসছিল বলে তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
×