ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেনের উদ্বোধন ১৭ জুলাই

প্রকাশিত: ০২:১৬, ১১ জুলাই ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেনের উদ্বোধন ১৭ জুলাই

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের সময়সূচী প্রায় ৭ দিন এগিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ। এখন ২৫ জুলাইয়ের পরিবর্তে ১৭ জুলাই থেকে চালু করবে। সময় এগিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খন্দকার শহীদুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে ভোর ৫-৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আগামী ১৭ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-ঢাকা ট্রেন সার্ভিসের পাশাপাশি এটিরও উদ্বোধন করেবন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এর আগে গত ৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ২৫ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিয়েছিলেন। চাঁপাইনবাবগঞ্জের যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনে দুটি শোভন ও একটি এসি বগি বরাদ্দের কথা বলেন তিনি। এই বরাদ্দ ঠিক রেখেই আন্তঃনগর বিরতিহীন ট্রেনটি চলবে।
×