ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র-ইরান বিরোধে বাংলাদেশ নিরপেক্ষ ॥ পররাষ্ট্রমন্ত্রণালয়

প্রকাশিত: ১২:৩৮, ১১ জুলাই ২০১৯

  যুক্তরাষ্ট্র-ইরান বিরোধে  বাংলাদেশ নিরপেক্ষ ॥ পররাষ্ট্রমন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন ॥ ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে দেশটির সঙ্গে পশ্চিমাদের বিরোধ নতুন কিছু নয়। যদিও ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ৬ বিশ্বশক্তির সঙ্গে সই হওয়া চুক্তির মধ্য দিয়ে সঙ্কট নিরসনের আশা করা হয়েছিল। সম্প্রতি পরমাণু প্রশ্নে ফের ইরান ও যুক্তরাষ্ট্র মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান নিরপেক্ষ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘তৃতীয় কোন পক্ষের বিরোধে পক্ষ হবে না বাংলাদেশ।’ তিনি বলেন, বাংলাদেশের অবস্থান হচ্ছে জাতিসংঘের অনুমোদন রয়েছে এমন বিরোধপূর্ণ বিষয়ে ঢাকা পক্ষ হবে, অন্যথায় নয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘১৯৯০ সালে জাতিসংঘ অনুমোদন দিয়েছিল বলে বাংলাদেশ ইরাক-কুয়েত বিরোধে শামিল হয়েছিল, কিন্তু ২০০৩ সালে ইরাক-যুক্তরাষ্ট্র বিরোধে জড়ায়নি।’ ২০১৫ সালে ইরানের সঙ্গে ৬ জাতির চুক্তি হওয়ার পরে বাংলাদেশ প্রকাশ্যে সবাইকে অভিনন্দন জানিয়েছিল। কিন্তু বর্তমান বিরোধের বিষয়ে কোন মন্তব্য করেনি বলে তিনি জানান।
×