ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুয়েক জন বেরিয়ে গেলে জোটের ক্ষতি হবে না ॥ ফখরুল

প্রকাশিত: ১২:৩৭, ১১ জুলাই ২০১৯

দুয়েক জন বেরিয়ে  গেলে জোটের  ক্ষতি হবে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বেরিয়ে যাওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুয়েকজন লোক বেরিয়ে গেলে জোটের কোন ক্ষতি হবে হবে না। কারণ সবাই তো আর চিরস্থায়ী হয় না। বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে যাদু মিয়া স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, বিএনপির প্রতিটি সিদ্ধান্ত কারাবন্দী দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার পরামর্শে নেয়া হচ্ছে। খালেদা জিয়ার পরামর্শ ছাড়া আমরা কোন সিদ্ধান্ত নেই না। আমরা ২০ দল গঠন করেছি তার পরামর্শে, আমরা জাতীয় ঐক্যফ্রন্ট করেছি তার পরামর্শে। আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গিয়েছি খালেদা জিয়ার পরামর্শে। মির্জা ফখরুল বলেন, সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আটকে রেখেছে কেন? যাতে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারেন। আর ঠিক সেই সময়টাতে আটকে রেখেছেন যখন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এসেছে। সরকার জানে, খালেদা জিয়া বাইরে থাকলে সব মানুষ স্রোতের মতো তার পক্ষে থাকবে। আর এ কারণেই তাকে আটকে রেখেছে। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া যদি এখন কারাগার থেকে মুক্ত হন তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আয়োজক সংগঠনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান প্রমুখ।
×