ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নদীর পানি দূষিত থাকায় ওয়াটার বাসে যাতায়াত কম

প্রকাশিত: ১০:৩৪, ১১ জুলাই ২০১৯

 নদীর পানি দূষিত  থাকায় ওয়াটার  বাসে যাতায়াত  কম

সংসদ রিপোর্টার ॥ দ্রুতগামী ওয়াটার বাস না থাকা ও নদীর পানি দূষিত থাকায় যাত্রীগণ ওয়াটার বাসে যাতায়াতে কম আগ্রহী বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজধানী ঢাকার চারপাশে নৌ-পথ চালুকরণে (১ম পর্যায় ২০০০-২০০৫ এবং দ্বিতীয় পর্যায় ২০০৮-২০১৩) দুটি প্রকল্পের মাধ্যমে সদরঘাট হতে আশুলিয়া এবং আশুলিয়া হতে কাঁচপুর পর্যন্ত ১২০ ফুট প্রশস্ততা ও ৬ ফুট ড্রাফটবিশিষ্ট নৌপথ চালু করা হয়েছে। বর্তমানে নৌ-পথটি উক্ত ড্রাফটে চালু আছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।
×