ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে পাহাড় ধসে মৃত্যু ১ ॥ বহু পরিবার পানিবন্দী

প্রকাশিত: ১০:৩৩, ১১ জুলাই ২০১৯

খাগড়াছড়িতে পাহাড় ধসে মৃত্যু ১ ॥ বহু পরিবার পানিবন্দী

জনকণ্ঠ ডেস্ক ॥ অতিবর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধস অব্যাহত রয়েছে। এতে একজন মারা গেছে। তার নাম যুগেন্দ্র চাকমা (৪০)। প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় লোকজনকে অন্যত্র সরিয়ে নিচ্ছে প্রশাসন। পৌর শহরের আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে বহু পরিবার। এদিকে উত্তরাঞ্চলের নীলফামারীতে তিস্তার উজানের ঢল নেমেছে। এ অঞ্চলের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদনদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া রাঙ্গামাটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে টানা বর্ষণে। পাহাড় ধসের আশঙ্কায় দুই হাজারেরও বেশি লোককে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার মুহুরী নদীর বাঁধের ১২ পয়েন্ট ভেঙ্গে যাওয়ায় ১৬ গ্রাম প্লাবিত হয়েছে।
×