ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বিঘ্নে চলবে রামপাল বিদ্যুত কেন্দ্রের কাজ

প্রকাশিত: ১০:২১, ১১ জুলাই ২০১৯

নির্বিঘ্নে চলবে রামপাল বিদ্যুত কেন্দ্রের কাজ

স্টাফ রিপোর্টার ॥ নির্বিঘ্নে চলবে রামপাল তাপ বিদ্যুত কেন্দ্রর কাজ। সরকার সুন্দরবন নিয়ে কৌশলগত সমীক্ষা প্রতিবেদন তৈরির পর সুন্দরবন সুরক্ষায় কোন সুপারিশ আসলে তা বাস্তবায়ন করবে। আজারবাইজানের বাকুতে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৩তম সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম এ কথা জানান। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, আমাদের উপস্থাপিত যুক্তির পর বিশ্ব ঐতিহ্য কমিটির ২১ দেশের ১৬টিই আমাদের পক্ষে অবস্থান নিয়েছে। সুন্দরবন সম্পর্কে মহল বিশেষ এর প্রচারণার তথ্য সঠিক নয় উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ বছরে সুন্দরবনের আয়তন বেড়েছে। গত ৪ জুলাই বাকুতে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৩তম বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওই কমিটির সদস্য না হওয়াতে সরাসারি কোন প্রস্তাব উত্থাপন করতে পারে না। বাংলাদেশ বিশ্বঐতিহ্য কমিটির সদস্য দেশগুলোর কাছে সুন্দরবন নিয়ে সরকারের অবস্থার তুলে ধরে। সংবাদ সম্মেলনে জানানো হয় গত ১৯ বছরে সুন্দরবনের আয়তন বেড়েছে। অথচ সুন্দরবন নিয়ে নেতিবাচক প্রচার রয়েছে। জানানো হয়, ১৯৯৬ সালে সুন্দরবনের আয়তন ছিল চার লাখ ৩৬ হাজার ৬৩৬ হেক্টর যা ২০১৫ সালের হিসাব অনুযায়ী বেড়ে হয়েছে ৪ লাখ ৯৪ হাজার ৭৪৩ হেক্টর। এ সময় ম্যানগ্রোভ বনের পরিমাণ ২৩ দশমিক ২ থেকে বেড়ে হয়েছে ২৬ ভাগ।
×