ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিউনিসিয়া উপকূলে বাংলাদেশী উদ্ধার

প্রকাশিত: ০৯:৩২, ১১ জুলাই ২০১৯

 তিউনিসিয়া উপকূলে বাংলাদেশী উদ্ধার

বাংলা ট্রিবিউন ॥ তিউনিসিয়ার উপকূলে ডুবন্ত নৌকা থেকে ৩৭ বাংলাদেশীসহ ৭১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে সে দেশের কর্তৃপক্ষ। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড সূত্রে এএফপি তাদের উদ্ধার হওয়ার খবর দিয়েছ। ওই ফরাসী বার্তা সংস্থা জানিয়েছে, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সোমবার ওই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম ইদ্দিন জেবালি জানান, নৌকাটি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে রওনা করেছিল। তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের কাছে পৌঁছানোর পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে। সোমবার রাতে অভিযান চালিয়ে ৭১ আরোহীকে তীরে ফিরিয়ে নিতে সক্ষম হন উদ্ধারকারীরা।
×