ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭ খুনের আসামি নূর হোসেনের দুর্নীতির মামলা চলবে

প্রকাশিত: ০৯:২৯, ১১ জুলাই ২০১৯

 ৭ খুনের আসামি নূর হোসেনের দুর্নীতির মামলা চলবে

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি নূর হোসেনের দুর্নীতির মামলা চলবে। নূর হোসেনের দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়ে বিচারিক আদালতের আদেশ বাতিল করে এ রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী এ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ শফিকুল ইসলাম। পরে ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, নূর হোসেনের অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে ফৌজদারি রিভিশন করে। তখন আদালত রুল জারি করে। বুধবার হাইকোর্ট সেই রুল যথাযথ ঘোষণা করে রায় দেয়। ফলে বিচারিক আদালতের অব্যাহতির আদেশ বাতিল হয়ে গেল। এখন তার বিরুদ্ধে দুর্নীতির মামলাটি চলবে।
×