ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাপবিবোর্ডের ডিজিএম সম্মেলন ১৩ জুলাই

প্রকাশিত: ০৯:২২, ১১ জুলাই ২০১৯

বাপবিবোর্ডের ডিজিএম সম্মেলন ১৩ জুলাই

আগামী ১৩ জুলাই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সম্মেলন বাপবিবোর্ডের সদর দফতরে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে সমগ্র বাংলাদেশের ৮০টি পবিসের ৩ শতাধিক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অংশগ্রহণ করবেন। এ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে আলোচনা হবে। মুজিব বর্ষে আরইবির ৮টি লক্ষ্যমাত্রা হলো : ১.মুজিব বর্ষকে সেবা বর্ষ হিসেবে পালন; ২. জনগণের শতভাগ বিদ্যুত সুবিধা নিশ্চিতকরণ; ৩. ‘আলোর ফেরিওয়ালা’ কর্মসূচী অব্যাহত রাখা; ৪. ‘আমার গ্রাম-আমার শহর’ বিনির্মাণে নিরবচ্ছিন্ন বিদ্যুত নিশ্চিত করা; ৫. দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি জোরদার; ৬. ‘পেপারলেস অফিস’ চালু; ৭.পরিবেশবান্ধব ২ হাজার সোলার সেচ পাম্প স্থাপন; ৮. ‘তারুণ্যের শক্তি-বাংলাদেশর সমৃদ্ধি’ অর্জনে বেকার যুবকদের প্রশিক্ষণ।
×