ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুটান ও বাংলাদেশের মধ্যে পিটিএ চুক্তি হচ্ছে শীঘ্রই

প্রকাশিত: ০৯:২১, ১১ জুলাই ২০১৯

 ভুটান ও বাংলাদেশের মধ্যে পিটিএ চুক্তি হচ্ছে শীঘ্রই

অর্থনৈতিক রিপোর্টার ॥ দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত সোনাম টি রাবজিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতে বলেন, ‘আমরা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য পিটিএ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছি।’ ৯ জুলাই সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কে রাবজিই বলেন, ‘ভুটান থেকে শীঘ্রই এক লাখ টন পাথর নারায়ণগঞ্জে এসে পৌঁছবে।’ বৈঠকে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে ভুটান একটি বিশেষ স্থান দখল করে রয়েছে। ১৯৭১ সালে ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ বলেও স্মরণ করেন প্রধানমন্ত্রী। জলবিদ্যুতের সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিদ্যুত খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন। বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে সম্পাদিত মোটরযান চুক্তি) উদ্যোগের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ভুটান চাইলে যে কোন স্থানেই ওয়্যার হাউস নির্মাণ করতে পারে যাতে বিবিআইএন সুবিধা ব্যবহারকারী যানবাহনগুলো সেখানে তাদের মালামাল সংরক্ষণ করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ভুটান চাইলে বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর এবং অন্যান্য সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে। ভুটানের রাষ্ট্রদূত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
×