ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:১৪, ১১ জুলাই ২০১৯

টুকরো খবর

চট্টগ্রামে ব্যবসায়ী খুন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনি এলাকায় ওয়াইফাই কানেকশন নিয়ে বিবাদকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ব্যবসায়ী। নিহত আবুল কালাম (২৫) একজন দোকানদার। বুধবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দোকানের ওয়াইফাই কানেকশন নিয়ে ঝগড়া থেকে ঘটনাটি খুন পর্যন্ত গড়ায়। নিহত কালামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি বায়েজিদ আমিন কলোনি এলাকায় বিকাশ ও ফ্ল্যাক্সিলোডের দোকান পরিচালনা করতেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার সঙ্গে ঝগড়া হয় পাশের দোকানদার মামুনের। মামুন তার ভাই ও সাঙ্গপাঙ্গদের নিয়ে কালামকে মারধর করে। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আবুল কালাম। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। . প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবি স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকাল ১০টায় বন্দরের দাসেরগাঁও এলাকার মদনগঞ্জ-মদনপুর সড়কে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের জনগণ এবং দাসেরগাঁও, চৌরাপাড়া, লক্ষণখোলা, পাতাকাটা, বৈরাগীরপাড়, গোবিন্দকুল, ফনকুল এলাকার নারী-পুরুষ সড়ক অবরোধ ও মানববন্ধনে অংশ নেন। সড়ক অবরোধ করে প্রি- পেইড মিটার চাইনা, পল্লী বিদ্যুতের সিদ্ধান্ত মানিনা, মানিনা, এ ধরনের নানা স্লোগান দেন তারা। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে শাহজালাল শাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ মাস্টার প্রমুখ। . চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নাশকতা ও ভাঙচুরের মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বাকলিয়া থানা পুলিশ গত মঙ্গলবার রাতে চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সিরাজউল্লাহর বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে বাকলিয়া থানার ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা রয়েছে। . অর্থ আত্মসাত ॥ গ্রেফতার দুই স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু ও অফিস সহকারী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গ্রেফতারকৃত উপ-পরিচালক স্টিফেন মুর্মু (৫৮) রাজশাহী কোর্ট এলাকার মোল্লাপাড়া গ্রামের পাওলুস মুর্মুর ছেলে এবং অফিস সহকারী মোস্তাফিজুর রহমান (৫৩) দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী এলাকার মৃত আকবর হোসেনের ছেলে। . শ্রীপুরে চাঁদা আদায়কালে আটক ২ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে পরিবহন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের বই, টাকাসহ চাঁদা আদায় সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে পুলিশ সুপার শামসুননাহার এ তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলো- শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে রিপন মিয়া (২৮) ও ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাউলিয়া গ্রামের .সাইফুল ইসলামের ছেলে রাব্বি হোসাইন (২৫)। . শিক্ষার্থীদের আন্দোলনে অচলাবস্থা নার্সিং কলেজে স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পুরাতন পদ্ধতিতে পাঠদান বহাল এবং ইন্টার্ন ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে আন্দোলনে রয়েছে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা। ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রেখে চলমান এ আন্দোলনে বুধবার ৫ দিনের মতো ছিল এক ধরনের অচলাবস্থা। বৈরী আবহাওয়ার মধ্যেও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস এ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আন্দোলন কর্মসূচীতে যোগ দেন শিক্ষার্থীরা। বুধবার মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন নার্সিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সভাপতি সাব্বির আহমেদ খান। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। . টাঙ্গাইলে দুই লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ জুলাই ॥ দেলদুয়ারে হাত-মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সুবর্ণতলী গ্রামে ধলেশ্বরী নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল আসলাম (৪০) উপজেলার সুবর্ণতলী গ্রামের ইনছান আলীর ছেলে। তিনি একই গ্রামের খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয়ের দফতরি হিসেবে কর্মরত ছিলেন। এদিকে টাঙ্গাইলের সখীপুরে চুরি করতে এসে চোরচক্র হত্যা করল সমেলা (৬০) নামে এক বৃদ্ধ নারীকে। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের আমড়াতৈল এলাকায়। . হাতিকাটা আবাসনে কিশোরীকে ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১০ জুলাই ॥ সদর উপজেলার হাতিকাটা আবাসনে এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে ধর্ষিতাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি জানাজানি হয়। ধর্ষক বাপ্পিকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনার সত্যতা শিকার করে জানান, মঙ্গলবার বিকেলে হাতিকাটা আবাসনের সাদেক আলীর ছেলে বাপ্পি সিগারেট কেনার কথা বলে ওই কিশোরীকে তার আবাসনের ঘরে ডেকে নেয়। এরপর তাকে ধর্ষণ করে বের করে দেয়। তিনি আরও জানান, ধর্ষক বাপ্পি ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে গত এক-দেড় বছর যাবত ধর্ষণ করে আসছিল। তিনি বলেন, ধর্ষক বাপ্পিকে দ্রুত আটকের জন্য তার স্ত্রী জোবেদাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। . কুড়িগ্রামে গ্রেফতার ১৮ জন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পর্ন ভিডিও সংরক্ষণ ও মোবাইলে আপলোড করার অপরাধে দুটি ইউনিয়নের ১৮ কম্পিউটার অপারেটরকে গ্রেফতার ও কম্পিউটার জব্দ করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন, সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঘনেশ্যামপুরের আব্দুস সালামের ছেলে আশিকুর রহমান (২১), দোয়ালীপাড়ার মৃত হায়দার আলীর ছেলে আল-আমিন (২০), ভোগবতিপুরের আব্দুল ওয়াহাবের ছেলে নজরুল ইসলাম (২২), কাজলদহের শমসের আলীর ছেলে রকি আহমেদ (১৮) এবং পাঁচগাছি ইউনিয়নের দক্ষিণ সিতাইঝাড়ের মৃত আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও গারুহারার হাবিবুর রহমানের ছেলে আপেল রানাকে (১৮) গ্রেফতার করে পর্নগ্রাফি আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এ সময় আটকৃতদের নিকট হতে পর্ণগ্রাফি ভিডিও সংরক্ষণ করায় ৫টি কম্পিউটর জব্দ করে। . ইনজেকশন পুশ করার পরই রোগীর মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আমানা হাসপাতালে ভুল চিকিৎসায় আব্দুুল্লাহ্ আল মারুফ (২৫) নামে এক হাড়ভাঙ্গা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার ভোরে অপারেশনের আগে ইনজেকশন পুশ করার পরপরই তার মৃত্যু হয়েছে। নিহত মারুফ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার আতাউর রহমানের ছেলে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গোপনে ধামাচাপা দিলেও সে তথ্য ফাঁস হয়ে গেছে। জানা যায়, গত সোমবার মারুফের বাম হাতের কব্জিতে ডাঃ দেবাশিষ রায়ের অপারেশন করার কথা ছিল। সে অনুযায়ী ভোর সাড়ে ৫টায় অজ্ঞান করার জন্য তাকে ইনজেকশন দেবার কথা। একজন নার্স ভোর সাড়ে ৪টার দিকে তাকে একটি ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরেই মারুফের মৃত্যু হয়। . পরকীয়া ॥ শিক্ষক বরখাস্ত নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১০ জুলাই ॥ কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের কম্পিউটার পরিদর্শক ফারুক হোসেন জাকারিয়াকে বরখাস্ত করা হয়েছে। পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিদ্যালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২০০৪ সালে উপজেলার ভালুকঘর গ্রামের আবদুল করিম গাজীর ছেলে ও কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের কম্পিউটার পরিদর্শক ফারুক হোসেন জাকারিয়ার সঙ্গে বাঁশবাড়িয়া গ্রামের আবদুল হামিদের মেয়ে রুবিনা পারভিনের বিয়ে হয়। বিয়ের পর সে স্ত্রী রুবিনার বোন হাসনা হেনার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরকীয়ার কারণে স্ত্রীকে জাকারিয়া প্রায় নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে সে শ্যালিকাকে নিয়ে পালিয়ে যায়। . বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১০ জুলাই ॥ বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে উঠা ১১৯টি অবৈধ স্থাপনা বুধবার উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। বাবুবাজার ব্রিজ থেকে পোস্তগোলা শ্মশানঘাট পর্যন্ত বুড়িগঙ্গার উভয় তীরে দিনব্যাপী অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন, উপ-পরিচালক মিজানুর রহমান।
×