ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মীরসরাই ট্র্যাজেডির ৮ম বার্ষিকী আজ

প্রকাশিত: ০৯:১২, ১১ জুলাই ২০১৯

 মীরসরাই ট্র্যাজেডির  ৮ম বার্ষিকী  আজ

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১০ জুলাই ॥ দেশের ইতিহাসের স্মরণকালের ভয়াবহ ‘মীরসরাই ট্র্যাজেডি’ নামে খ্যাত সেই শোকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ ১১ জুলাই। পৃথিবীর সবচেয়ে ভারি বস্তু পিতার কাঁদে পুত্রের লাশ। সেই করুন দৃশ্য ২০১১ সালের ১১ জুলাই দেখেছিল বিশ্ববাসী। ৪২ ছাত্র এবং ২ জন ফুটবল প্রেমী দর্শক এবং ১ অভিভাবকসহ মোট ৪৫ প্রাণের বিনিময়ে আবুতোরাবে রচিত হয়েছিল মীরসরাই ট্র্যাজেডি নামক একটি করুণ অধ্যায়ের। সেই দুঃসহ দিনটি শুধু স্বজনদের হৃদয়ের ফ্রেমে নয়, বাংলাদেশের ইতিহাসে কালো ফ্রেমে বন্দী হয়ে থাকবে চিরকাল। মীরসরাই ট্র্যাজেডির ৮ম বার্ষিকী পালিত হবে আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। উপজেলা ভাইস চেয়ারম্যান ও আবুতোরাব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষরেদ সভাপতি এম. আলাউদ্দিন জানান, কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৮টায় খতমে কোরান ও বিশেষ প্রার্থনানুষ্ঠান, কালো ব্যাজ ধারণ ও শোক পতাকা উত্তোলন, শোক র‌্যালি, নির্মিত স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’ এর স্থলে পুষ্পস্তবক অর্পণ ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে। স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উল্লেখ্য, ১১ জুলাই ২০১১ সাল মীরসরাই স্টেডিয়ামে ফুটবল খেলা দেখা শেষে মিনিট্রাকে চড়ে আবুতোরাব সড়কে সৈদালী নামক স্থানে চালকের আসনে বসা হেলপারের অসাবধানতায় ট্রাক উল্টে ডোবায় পতিত হয়। বিজয়ের আনন্দ নিমিষেই বিষাদে ছেয়ে যায়। মুহূর্তেই না ফেরার দেশে চলে যায় অধিকাংশ শিক্ষার্থী। সেদিন দুর্ঘটনাস্থলে ৩৯ জন থেকে শুরু করে সর্বশেষ ওই বছরের ২৪ নবেম্বর রাত সাড়ে ৯টায় নয়ন শীলের প্রয়াণ পর্যন্ত মোট ৪৫ প্রাণের সমাধি খুঁড়তে হয়েছিল তাদের স্বজনদের। ৪৫ জনের মধ্যে ৪২ জনই শিক্ষার্থী।
×