ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক জলিলের মুক্তির দাবি

প্রকাশিত: ০৯:১১, ১১ জুলাই ২০১৯

সাংবাদিক জলিলের মুক্তির দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সাবেক খেলোয়াড়, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সিনিয়র রিপোর্টার এমএ জলিলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনার ক্রীড়াঙ্গনের নেতারা। বুধবার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা সোনালি অতীত ক্লাব ও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে জলিলের বাড়িতে গত ৭ জুলাই রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অভিযান চালায়। একপর্যায়ে তার বাড়ির পাশের ড্রেন থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে তাকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়।
×