ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার

প্রকাশিত: ০৯:০৮, ১১ জুলাই ২০১৯

 ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে যৌন ও প্রজনন স্বাস্থ্য  সচেতনতামূলক  সেমিনার

বাল্যবিবাহে মা ও শিশু মৃত্যু অথবা এইডসের মত ক্ষতিকারক বিষয়গুলোতে দেশের মানুষকে রক্ষা করতে তরুণরাই সবচেয়ে বেশি অবদান রাখতে পারবে। কিশোর বয়সে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোতে সবাইকে সচেতন করার মাধ্যমে এ সাফল্য আসতে পারে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল রিলেসন্স বিভাগের আয়োজনে এক সেমিনারে এসব কথা বলা হয়। রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সেমিনারে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ থেকে আলোচনা করেন স্বাস্থ্য বিশেষজ্ঞ, ডাঃ আবু সাদাত মোহাম্মদ সায়েম, প্রোগ্রাম অফিসার, মাইংসংশিন লি এবং উন্নয়ন বিশেষজ্ঞ তানিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল রিলেসান্স বিভাগের অধ্যাপক ও চেয়ারপার্সন মোবারক হোসেন খান। -বিজ্ঞপ্তি
×