ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলায় পৈত্রিক জমি উদ্ধারের দাবি পঙ্গু মুক্তিযোদ্ধার

প্রকাশিত: ০৯:০৫, ১১ জুলাই ২০১৯

 ভোলায় পৈত্রিক জমি উদ্ধারের দাবি পঙ্গু মুক্তিযোদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১০ জুলাই ॥ এইচ এম ফারুক আলম নামে পঙ্গু এক মুক্তিযোদ্ধার প্রায় ৮০ বছরের পৈত্রিক জমি চরফ্যাশন উপজেলার শশীগঞ্জ থানার আলমগীর-জামাল গ্রুপ জবর দখল করে রেখেছে। এমনকি জমির কাছে গেলে ওই মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম পর্যন্ত করেছে। অভিযোগ রয়েছে, দখলকারী বর্গা চাষীরা এখন মুক্তিযোদ্ধার জমির মালিক বনে গেছেন! কিন্তু পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অভিযোগ দিলেও মুক্তিযোদ্ধা কোন প্রতিকার পাচ্ছে না। জমি উদ্ধারে তিনি এখন দ্বারে দ্বারে ঘুরছেন। নিরুপায় হয়ে তিনি এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মঙ্গলবার বেলা ১২টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এইচ এম ফারুক নামে পঙ্গু এই মুক্তিযোদ্ধা এমন অভিযোগ করেন। মুক্তিযোদ্ধা ফারুক আলম বলেন, বাধ্য হয়ে চাষীদের জমি থেকে উৎখাতের জন্য ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২১ জুন আদালত ফারুক আলমের পক্ষে রায় প্রদান করেন বলে তিনি জানান। এর পর ২০১৭ সালের ২ জানুয়ারি জমির নামজারি করান এবং জমিতে সাইনবোর্ড লাগান। তখন ওই বর্গা চাষীরা ওই সাইনবোর্ড ভেঙ্গে ফেলে জমি চাষ করেন। তখন চরফ্যাশনের শশীগঞ্জ থানার ওসি মনিরুজ্জামানকে জানালে তিনি দখলদারদের থানায় ডেকে আনান এবং দখলদারদের পক্ষে জমির প্রকৃত কাগজ দেখিয়ে জমি চাষে যেতে বলেন। কিন্তু দখলদার পক্ষ আজও জমির কাগজ দেখাতে পারেনি, কিন্তু জমি ভোগ-দখল করছে। এ অবস্থায় চলতি বছরের ১৫ জুন ফারুক ও তার স্ত্রী জমির কাছে গেলে দখলদার পক্ষ তাদের কুপিয়ে জখম করে। পরে তারা চিকিৎসা শেষে মামলা করলেও পুলিশ আসামিদের ধরতে পারছে না।
×