ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাজিরপুরে ঝুঁকিপূর্ণ স্কুল ভবনের বারান্দায় পাঠদান

প্রকাশিত: ০৯:০৩, ১১ জুলাই ২০১৯

 নাজিরপুরে ঝুঁকিপূর্ণ স্কুল  ভবনের বারান্দায়  পাঠদান

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১০ জুলাই ॥ জেলার নাজিরপুরের একটি ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের ভবনের বারান্দায় শিক্ষার্থীদের ক্লাস চলছে। ওয়াল, ভিম ফাঁটল দেখা দেয়া এ স্কুল ভবনের প্লাস্টার খসে সময়-অসময় চলটা (ইটের খোয়া, বালু, সিমেন্ট ঢালাইয়ের অংশ বিশেষ) শ্রেণী কক্ষে আচড়ে পড়ছে। ফলে শিক্ষার্থীরা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার মধ্যে রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৫৬ বুইচাকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০৯ জন শিক্ষার্থীরা এবং ৫ জন শিক্ষক রয়েছেন। কিন্তু তিনটি শ্রেণী কক্ষেরই দরজা, জানালা খুলে পড়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। ক্লাস চলাকালীন সময় প্রায়ই ভবনের ভেতরের প্লাস্টারের সঙ্গে ঢালাইয়ের অংশ খসে পড়ার ফলে কোমলমতি ১০৯ জন শিক্ষার্থীরা ছোট-খাট দুর্ঘটনার শিকার হচ্ছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক হাসিনা খানম জানান, ২০১৭ সালে, ৫৬নং সরকারী প্রাথমিক বিদ্যালয় আমি জয়েন্ট করেছি। বিদ্যালয় ১৯৪২ সালে স্থাপিত হয়, ৯৫-৯৬ সালে পুনর্নির্মাণ হয়। ভবনে ফাঁটল, ভিম ফাঁটল দেখা যায় এবং প্লাস্টার ঢালাই’র ছোট বড় অংশ ক্লাস কক্ষে খসে পড়ে শিক্ষার্থীদের টেবিলে মাথায় পড়ে আহত হওয়ার ঘটনা ঘটছে। অদিতি বিশ্বাস স্কুল পরিদর্শনে এসে সরেজমিনে ঝুঁকিপূর্ণ ভবন দেখতে পেয়েছেন বলে জানা গেছে। তিনি শিক্ষার্থীদের স্কুলের ভবনের বাহিরে ক্লাস নিতে বলেছেন বলে প্রধান শিক্ষক জানান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার মোঃ আতিকুর রহমান জুয়েল জানান, ৫৬নং প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে, উপজেলা এলজিডি থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে, টিনের ঘর তিন কক্ষ রুম করার জন্য, ঘরের কাজ চলমান রয়েছে। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের জন্য জেলা শিক্ষা অফিসে তালিকা দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আঃ লতিব বলেন, স্কুল ভবন ঝুঁকিপূর্ণ আমি দেখেছি, নতুন ভবন হলে কোমলমতি শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক থাকবে না শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে।
×