ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষণকালে অস্ত্রসহ তিন রোহিঙ্গা আটক

প্রকাশিত: ০৯:০১, ১১ জুলাই ২০১৯

 প্রশিক্ষণকালে  অস্ত্রসহ তিন রোহিঙ্গা  আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের কাছে অস্ত্র চালানো প্রশিক্ষণ থেকে দেশীয় অস্ত্র এবং খেলনা পিস্তলসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় হ্নীলা পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনা এলাকায় জনতার সহায়তায় তাদের আটক করে পুলিশ। আটক রোহিঙ্গারা হচ্ছে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের সোলতান রহমান, আয়াছ এবং নুর কামাল। স্থানীয়রা জানায়, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হলেও জঙ্গীপনা চালাতে তারা ক্যাম্প অভ্যন্তরে ও জঙ্গলের পাশে প্রত্যেক রাতে অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছে সন্ত্রাসী রোহিঙ্গারা। তবে পুলিশ বলছে, রাতে অস্ত্র নিয়ে ঘোরাফেরার সময় পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনারা বাসিন্দারা তাদের আটক করে থানা পুলিশকে খবর দেয়।
×