ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে সড়কে চাঁদাবাজি ॥ অতিষ্ঠ মানুষ

প্রকাশিত: ০৯:০০, ১১ জুলাই ২০১৯

 পার্বতীপুরে সড়কে চাঁদাবাজি ॥ অতিষ্ঠ মানুষ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ১০ জুলাই ॥ পার্বতীপুরে হাইওয়েসহ বিভিন্ন রাস্তায় দিনেরাতে ব্যাপকহারে চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। প্রশাসনের নির্দেশনা ও উচ্চ আদালতের রুলনিশি জারির পরও চাঁদাবাজি থামেনি। গত এক সপ্তাহ থেকে বুধবার সকাল পর্যন্ত সরেজমিনে ঘটনা প্রত্যক্ষ করা হয়। এ সময় লাঠিধারী চাঁদাবাজদের জুলুম দেখে অবাক হতে হয়। রাস্তায় তারা যেন ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয় বাসটার্মিনাল চৌরাস্তার মোড়, সুন্দুরীপাড়া, হলদিবাড়ী রেলগেটসহ বিভিন্ন পয়েন্টে ট্রাক, ট্রাক্টর,অটোবাইক, সিএনজিসহ বিভিন্ন যানবাহন আটকিয়ে জোর করে চাঁদা আদায় প্রত্যক্ষ করা হয়। টাকা না দিয়ে কোন গাড়ি যেতে পারছে না। অথচ আইনশৃঙ্খলা বাহিনীকে সেখানে চোখে পড়েনি। সাংবাদিকদের ছবি তুলতে দেখে কিছু সময়ের জন্য তারা আড়ালে চলে যায়। জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, পৌরসভা ও মাদককে না বলুন, মাদক থেকে দূরে থাকুন লেখা সংবলিত হলুদ টোকেনের মাধ্যমে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত চাঁদা তোলা হচ্ছে। জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পার্বতীপুর পৌরসভায় সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি পৌর কার্যালয়ে অনুষ্ঠিত টেন্ডারে সর্বোচ্চ দুই দরপত্র দাতার নিকট যথাক্রমে ৬ লাখ ৮০ হাজার ও ৬ লাখ ৮০ হাজার টাকা রশিদ মূলে আদায় করে পৌর এলাকার চলাচলরত রাস্তায় ট্রলি, টেম্পো পিকআপ, ভটভটি ট্রাক, ট্রাক্টর ও কাভার্ড ভ্যানের টোল (চাঁদা) আদায়ের অনুমোদন দেয়া হয়। যা হাইকোর্টের রিট আদেশের পরিপন্থী। বুধবার পার্বতীপুর পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ জানিয়েছেন, রাস্তায় পরিবহনের টোল আদায়ে নিষেধাজ্ঞা সম্পর্কিত কোন চিঠি আমরা পাইনি। সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের নামে টার্মিনালের বাইরে দেশের বিভিন্ন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাস, ট্রাকসহ যন্ত্রচালিত সব পরিবহন থেকে টোল (চাঁদা) আদায় বন্ধের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
×