ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টেন্ডার জালিয়াতি ও প্রতারণা করায় এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ ডিএনসিসির

প্রকাশিত: ০৮:৫৩, ১০ জুলাই ২০১৯

টেন্ডার জালিয়াতি ও প্রতারণা করায় এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ ডিএনসিসির

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মশার ঔষধ ছিটানোর ফগার মেশিন ক্রয়ের টেন্ডারে (ইজিপি টেন্ডার নং ৩১২৬৬৭) ভূয়া কাগজপত্র জমা দেয়ায় শরফুদ্দিন টিপু নামে এক ব্যক্তিকে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশান থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই সাথে তার বিরুদ্ধে গুলশান থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। মেসার্স ডাজবেল ইম্পেকস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে শরফুদ্দিন টিপু প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মোঃ জাহিদুল ইসলাম নাম নিয়ে দরপত্র দাখিল করেন। ৩০ মে ২০১৯ তারিখে টেন্ডার খোলা হলে জমাকৃত কাগজপত্র নিয়ে সন্দেহ হলে তা যাচাই করতে পাঠানো হয়। কাগজপত্রগুলো যাচাই করার পরে ভূয়া প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের প্রকৃত সত্ত্বাধিকারী মোঃ জাহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দেয়া হলে তিনি এ বিষয়ে কিছুই জানতেন না বলে ডিএনসিসি কর্তৃপক্ষকে অবহিত করেন। প্রকৃতপক্ষে শরফুদ্দিন টিপুই মোঃ জাহিদুল ইসলাম সেজে টেন্ডারে অংশগ্রহণ করেন।
×