ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

২৪০ রান করলেই ফাইনালে ভারত

প্রকাশিত: ০৪:১২, ১০ জুলাই ২০১৯

২৪০ রান করলেই ফাইনালে ভারত

অনলাইন ডেস্ক ॥ অবশেষে মেঘ-বৃষ্টি সরিয়ে ক্রিকেট ফিরল ম্যাঞ্চেস্টারে। ৫০ ওভারে নিউজিল্যান্ড করল রান। মঙ্গলবার ৪৬.১ ওভারে কিউয়িরা করেছিল পাঁচ উইকেটে ২১১ রান। গতদিনের রানের সঙ্গে আজ বুধবার নিউজিল্যান্ড যোগ করল আরও ২৮ রান। ২৪০ রান করলে ভারত পৌঁছে যাবে ফাইনালে। বিপজ্জনক রস টেলরকে (৭৪) দুর্দান্ত থ্রোয়ে রান আউট করেন রবীন্দ্র জাডেজা। তার পরেই মিড উইকেটে ল্যাথামের দুরন্ত ক্যাচ ধরেন তিনি। জাদেজাকে দলে নেওয়ার জন্য গলা ফাটাচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের দাবি যে যুক্তিসঙ্গত, তা দেখিয়ে দিলেন জাদেজা। ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার তিনটি উইকেট নেন। বুধবার ম্যাচ হওয়ায় এক দিকে সুবিধাই হল ভারতের। কারণ মঙ্গলবার যদি ম্যাচ হত, তা হলে ওভার সংখ্যা কমিয়ে আনা হত। সেক্ষেত্রে ২০ ওভারে ভারতের টার্গেট দাঁড়াত ১৪৮ রান। তখন কিউয়ি এরকম পরিস্থিতিতে কিউয়ি পেসারদের সামলানো কঠিন হয়ে যেত ভারতের পক্ষে। এ দিনও পরের দিকে যদি বৃষ্টি নামে, তা হলে টার্গেট বদলে বদলে যাবে
×