ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৯:০০, ১০ জুলাই ২০১৯

 টু   ক  রো  খ   ব   র

ছাদ থেকে পড়ে শিক্ষকসহ দু’জন নিহত নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৯ জুলাই ॥ মাগুরায় ছাদ থেকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গরবার বেলা ১১টার দিকে মাগুরা শহরে পৃথক ঘটনায় ছাদ থেকে পড়ে দুইজন নিহত হয়েছে। এরা হলো শহরের স্টেডিয়াম পাড়ার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ ঢালী (৬৬) এবং শহরের জামরুল তলা এলাকায় গ্লাসমিস্ত্রি আকাশ শেখ (২২)। আব্দুর রউফ ঢালীর বাড়ি শহরের স্টেডিয়াম পাড়ার বারেক ঢালীর ছেলে এবং আকাশ সদর উপজেলার বরুনাতৈল গ্রামের ওমর আলীর ছেলে। জানা যায়, স্টেডিয়াম পাড়ার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ ঢালী তার নিজ বাড়ির তৃতীয় তলার ছাদে উঠলে সেখান থেকে পা পিচলে পড়ে যায়। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসাপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে শহরের জামরুল তলা এলাকায় চারতলা ভবনে জানালার থাই গ্লাস লাগানোর সময় পড়ে গ্লাসমিস্ত্রি আকাশ শেখ আহত হয় এবং তাকে মাগুরা ২৫০ শয্যা হাসাপাতালে আনলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্রোতে ভেসে যাওয়া রোহিঙ্গার লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৯ জুলাই ॥ চট্টগ্রামের পটিয়ায় দুই রোহিঙ্গা নাগরিক পাহাড়ী ঢলের পানিতে ভেসে যাওয়ার ২৪ ঘণ্টার মাথায় একজনের মরদেহ উদ্ধার হয়েছে। দু’জনের মধ্যে আবদুস শুক্কুরের (২৮) লাশ মঙ্গলবার সকাল ৮টায় বোয়ালখালী উপজেলার বোয়ালীকালন্দ শাহ্ (রঃ) মাজার এলাকা থেকে মিলেছে। এখনও নিখোঁজ রয়েছে আরেক রোহিঙ্গা নাগরিক শাহ আলম (৩০)। চার রোহিঙ্গা নাগরিক সোমবার সকালে পটিয়ার কেলিশহর ইউনিয়নের রতনপুর এলাকায় দিন মজুরি কাজ করতে পাহাড়ে যায়। অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের স্রোতে চারজনের মধ্যে দুই রোহিঙ্গা ভেসে যায়। ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৯ জুলাই ॥ রাজাপুরে ডাকাতের হামলায় আবদুল হক নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ রাজাপুরের পোদ্দারহাওলা গ্রামে সোমবার রাত আড়াইটার দিকে ডাকাতির সময় এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। নিহত আব্দুল হক ১৫ বছর সৌদি আরব ছিলেন। দেশে ফিরে তিনি রাজাপুরে সুপারির ব্যবসা করতেন। মঙ্গলবার সকালে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের স্ত্রী লিলি বেগম জানান, রাতে সাত-আট জনের মুখোশপড়া একদল অস্ত্রধারী ডাকাত ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে। গৃহকর্তা ব্যবসায়ী আবদুল হক ডাকাতদের বাধা দিলে তাকে বেঁধে বুকে লাথি ও মারধর করে। এক পর্যায়ে তাকে বালিশ চাপা দেয় ডাকাত দল। এতে ওই সময়ই তাঁর মৃত্যু হয়। পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বিদেশী একটি পিস্তল ও তিন রাউন্ড পিস্তলের কার্তুজসহ লিটন বিশ্বাস ওরফে লিটন দেওয়ান (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে ডুমুরিয়া উপজেলার হাসানপুর খেয়াঘাট সংলগ্ন ব্রিজের কাছ থেকে তাকে পিস্তল ও কার্তুজসহ গ্রেফতার করা হয় বলে ডিবি পুলিশ জানিয়েছে।
×