ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ

প্রকাশিত: ০৮:৫৯, ১০ জুলাই ২০১৯

অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ জুলাই ॥ সিংড়ার লালোর উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়টির সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলম কমিটির সঙ্গে যোগসাজশে স্কুলের জায়গা বরাদ্দ ও পুকুর খননে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়া বিদ্যুত বিল, ল্যাব ভাড়াসহ নানা কারণ দেখিয়ে সব শিক্ষার্থীর কাছ থেকে মাসে জনপ্রতি ৩০ টাকা ও ছাত্রীদের কাছ থেকে আয়া নিয়োগের জন্য বাড়তি ত্রিশ টাকা আদায় করেন। এসব অনিয়মের বিষয়ে প্রতিবাদ করতে গেলে প্রধান শিক্ষক ও তার সহযোগীরা শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীকে নানা ভয়ভীতি দেখান।
×