ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘুষ গ্রহণকালে মৎস্য কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৮:৫৭, ১০ জুলাই ২০১৯

ঘুষ গ্রহণকালে মৎস্য কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর সমন্বিত দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে পার্বতীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকারকে (৫৫) ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের মৎস্য অফিস থেকে ঘুষ গ্রহণের সময় তাকে আটক করা হয়। সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তার কাছ থেকে ঘুষ গ্রহণের ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। সমন্বিত জেলা দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, সবুজ ইসলাম নামে একজন ঠিকাদার কিছুদিন আগে দরপত্রের মাধ্যমে একটি সরকারী পুকুর খনন করেন। খননের জন্য তিনি সংশ্লিষ্ট দফতরে ৩২ লাখ টাকার বিল জমা দেন। কিন্তু পার্বতীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার বিল পরিশোধের জন্য তার কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সেই ঘুষের ৫ লাখ টাকার অংশ হিসেবে ২০ হাজার টাকা মৎস্য কর্মকর্তাকে মঙ্গলবার দুপুরে দিতে যান সবুজ। বিষয়টি গোপন সূত্রে জানতে পারে দুদক। এ সময় দুদক দল মৎস্য কর্মকর্তাকে ঘুষ গ্রহণের টাকাসহ হাতেনাতে আটক করে। আটককৃত উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান।
×