ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালুকায় বন্দুকযুদ্ধে ধর্ষক ডাকাত নিহত

প্রকাশিত: ০৮:৫৭, ১০ জুলাই ২০১৯

ভালুকায় বন্দুকযুদ্ধে ধর্ষক ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৯ জুলাই ॥ ভালুকার চাঞ্চল্যকর ছাত্রী ধর্ষণ মামলার ১ নম্বর আসামি সাইফুল (৪০) ডাকাত মঙ্গলবার ভোর রাতে জেলা গোয়েন্দা ও ভালুকা মডেল থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশ জানান, ঘটনার সময় উপজেলার হাতিবেড় গ্রামে তুহিনের বাড়ির নিকট ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি ডাকাত দল। এ সময় ভালুকা মডেল থানা পুলিশ একটি দল ওই স্থানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পাইপগান ও ৩টি ছুরা উদ্ধার করা হয়। উল্লেখ্য, ভালুকা উপজেলার কৈয়াদী সোনা উলাহ স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) ১৬ জুন স্কুলে যাওয়ার পথে একই গ্রামের মৃত জাবেদ আলী ছেলে সাইফুল ইসলাম (৪০) ও ইয়ার মাহমুদের ছেলে রমজান আলী (৩০), পিছন থেকে তাকে জাপটে ধরে জোরপূর্বক রাস্তার পাশে জঙ্গলে নিয়ে গলায় চাকু ধরে ও এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং তা ভিডিও করে রাখে।
×