ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গা তীরের ৪৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৮:৫৬, ১০ জুলাই ২০১৯

বুড়িগঙ্গা তীরের ৪৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৯ জুলাই ॥ বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা ৪৭ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার দিনব্যাপী কামরাঙ্গীরচরের নবাবেরচর এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন, উপ-পরিচালক মিজানুর রহমান। ঢাকা নদী বন্দরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় নদীর তীর দখল করায় ৪৭ স্থাপনা অপসারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাততলা ভবন দুটি, দোতলা ভবন একটি, একতলা ভবন পাঁচটি, আধাপাকা ভবন ১২টি, টিনের ঘর ১৯ ও দোকান ঘর আটটি। তিনি আরও জানান, মঙ্গলবারে অভিযানের মাধ্যমে নদী তীরের ৫০ শতক জমি দখলদার মুক্ত করা হয়েছে। সিলেট স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, শহরের সুরমা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে প্রশাসন। শহর এলকায় নদীর দুই তীর দখল করে গড়ে উঠেছে পাঁচশতাধিক স্থাপনা। নগরীর মাছিমপুর থেকে শেখঘাট শাহজালাল গেট পর্যন্ত এলাকায় পাঁচশতাধিক স্থাপনা চিহ্নিত করেছে সিটি করপোরেশন। দীর্ঘদিন ধরে নদীর তীর দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা। টিনের ঘর, টং ঘর, ছাড়াও গড়ে উঠেছে বহুতল ভবন। বিভিন্ন সময়ে বিছিন্নভাবে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হলেও স্থায়ী কোন সমাধান হয়নি। এবার আদালতের নির্দেশে নদীর তীর দখলমুক্ত করতে যৌথ অভিযান শুরু করেছে প্রশাসন। জেলা প্রশাসন, সিটি করপোরেশন, সিলেট মহানগর পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে রবিবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে। দুদিনে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
×