ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাবনায় নির্মাণের পরদিনই পাকা ড্রেনে ধস

প্রকাশিত: ০৮:৫৫, ১০ জুলাই ২০১৯

পাবনায় নির্মাণের পরদিনই পাকা ড্রেনে ধস

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৯ জুলাই ॥ সদর উপজেলা প্রকৌশল বিভাগের আওতাধীন পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের পরদিনই এক অংশ ধসে গেছে। নি¤œমানের উপকরণ দিয়ে নির্মাণ কাজ করায় এ ড্রেন ধসে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ ঘটনাটি সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুরের স্কুল পাড়ায় ঘটেছে। ড্রেন নির্মাণের পরদিনই ধসে যাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, স্কুল পাড়ার আবাসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে প্রায় ৩০০ মিটার পাকা ড্রেন নির্মাণ করা হয়। সপ্তাহখানেক আগে ঠিকাদার নির্মাণ কাজ শুরু করে শনিবার শেষ করেন। ঠিকাদার ড্রেনটি নির্মাণের পরদিনই পানির চাপে ১০০ মিটার ধসে যায়। এলাকাবাসীর অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, পূর্ব-পশ্চিম দিকে আড়াআড়িভাবে পাকা ড্রেনটি নির্মাণ করা হয়েছে। উত্তর পাশের ড্রেনের দেয়াল ৫ ইঞ্চি পুরু হলেও দক্ষিণ পাশের দেয়াল ৩ ইঞ্চি পুরু করে নির্মাণ করা হয়েছে। নিম্নমানের উপকরণ দিয়ে ড্রেনটি নির্মাণের কারণে ওই তিন ইঞ্চি দেয়ালের এক পাশ প্রায় ১০০ মিটার ধসে পড়েছে বলে এলাকার সাধারণ মানুষ অভিযোগ করেছেন। ড্রেন নির্মাণের পরদিনই ধসে যাওয়ায় নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ। সাধারণ মানুষ জানিয়েছে, গ্রামের পানি নিষ্কাশন করে পাশের খালে ফেলার জন্যই এ ড্রেনটি করা হয়। আর ড্রেনে যে পরিমাণ পানির চাপ সহ্য করতে হবে তা উপজেলা প্রকৌশল দফতরের জানা সত্ত্বেও যেনতেনভাবে ড্রেনটি নির্মাণ করায় সংশ্লিষ্ট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্তসহ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে মালিগাছা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শরিফ জানান, ড্রেন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন অবহেলা আছে কিনা তা পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
×