ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রকাশিত: ০৮:৫৪, ১০ জুলাই ২০১৯

ফতুল্লায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লার কাশিপুরের ভোলাইল আদর্শনগর এলাকায় স্ত্রী পলি আক্তার (২৮) কে কুপিয়ে হত্যার পর বিষপানে স্বামী জামাল হোসেন বাদল (৩৫) আত্মহত্যা করেছে। মঙ্গলবার শেষ রাতে এ ঘটনাটি ঘটে। তাদের দুজনের বাড়ি পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ থানার ময়দাশ্রীনগর গ্রামে। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর স্বামী বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ ও নিহতের আত্মীয়-স্বজনরা জানায়, জামাল হোসেন বাদল ও পোশাক শ্রমিক স্ত্রী পলি আক্তার ফতুল্লার ভোলাইল এলাকার মোশারফ মিয়ার বাড়িতে থাকত। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার শেষ রাতে স্বামী জামাল হোসেন ক্ষিপ্ত হয়ে স্ত্রী পলি আক্তারকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করে এবং লাঠি দিয়ে বেদম পেটায়। স্ত্রী নিন্তেজ হয়ে পড়লে জামাল নিজে বিষপান করে। এই দৃশ্য দেখে পলির আগের সংসারের নয় বছর বয়সী ছেলে ইমাম। ইমাম দরজা খুলে দৌড়ে পাশের ঘরে মামা মামীর কাছে গিয়ে ঘটনাটি জানায়। তারা ঘটনাস্থলে গিয়ে পলিকে রক্তাক্ত অবস্থায় এবং জামালের মুখে ফেনা বের হওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে দুজনকেই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতালে ডাক্তার পলি আক্তাকে মৃত ঘোষণা করেন এবং জামালকে ঢাকা মেডিক্যাল কলেজে নেয়ার পর ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন। নিহত পলি আক্তার ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফকির এ্যাপারেলসের শ্রমিক ও জামাল হোসেন শহরের চাষাঢ়ায় চা বিক্রেতা ছিল। তারা সম্পর্কে মামাত ফুফাত ভাই-বোন। নিহত পলির ছোট ভাই মাঈনুল ইসলাম জানান, তার বড় বোন পলির আগে বিয়ে হয়েছিল। সেই সংসারে নয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আগের স্বামীকে ডিভোর্স দিয়ে মামাত ভাই জামালকে বিয়ে করে। ভৈরবে বৃদ্ধ চাচা নিজস্ব সংবাদদাতা, ভৈরব থেকে জানান, সোমবার সন্ধ্যায় ভৈরবের পানাউল্লাহর চর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুলাল মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে তারই আপন ভাতিজা আক্তার মিয়া ও বাছির মিয়া। এ ঘটনায় নিহতের ছেলে জনি ও তার স্ত্রীকে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পর ঘাতক ভাতিজাদ্বয় সপরিবারে পালিয়ে যায়। নিহত দুলাল মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের মৃত জব্বার মিয়ার ছেলে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই বাড়ির সীমানা ও জমি নিয়ে ভাতিজাদের সঙ্গে দুলাল মিয়া ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় একটি গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাতিজার সঙ্গে দুলাল মিয়ার কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা আক্তার ও বাছির দা নিয়ে চাচা দুলালের উপর ঝাঁপিয়ে পড়ে এবং কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয় লোকজন দুলাল মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। এ সময় দুলাল মিয়াকে বাঁচাতে গিয়ে তার ছেলে জনি ও স্ত্রী আহত হয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চকরিয়ায় গৃহবধূ স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, চকরিয়ায় নাজমা আক্তার নামের এক গৃহবধূকে তার ছেলের সামনে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ওই নারীর স্বামী কলিমউল্লাহর অনুপস্থিতিতে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে পালিয়ে যায় তারা। চার সন্তানের জননী ওই গৃহবধূর সঙ্গে ঘরে ৮ম শ্রেণী পড়ুয়া ছোট ছেলে থাকলেও ঘটনার আকস্মিকতায় সে হতবিহ্বল হয়ে পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি বলেন, স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূ নাজমাকে কেন এবং কারা হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কুড়িগ্রামে যুবক স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, রৌমারী উপজেলার রতনপুর গ্রামের যুবক বাবু (২২) কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পুলিশ বোল্লাপাড়া এলাকার ‘জিঞ্জিরাম নদী’ থেকে নিহত বাবুর লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা সোমবার রাতের কোন এক সময়ে তাকে হত্যা করে লাশ গুম করতে নদীতে ফেলে দেয় বলে ধারণা করছে পুলিশ। রৌমারী থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশ নিহত বাবুর লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত বাবু রতনপুর গ্রামের মৃত সুরুজ্জামানের পুত্র। সে মাদক বিক্রেতা ছিল। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার বিরোধের জের ধারে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। শ্রীপুরে পোশাক কর্মী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে মঙ্গলবার গলায় ফাঁস লাগানো এক নারী পোশাক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহতের নাম লাবনী আক্তার (১৯)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মোয়াজ্জেমপুর গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে।
×