ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করিমগঞ্জে ছাত্রী ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:৫৪, ১০ জুলাই ২০১৯

করিমগঞ্জে ছাত্রী ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৯ জুলাই ॥ জেলার করিমগঞ্জে ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করে পালাক্রমে গণধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শংকর হালদার আসামিদের উপস্থিতিতে রায় দেন। দ-প্রাপ্ত আসামিরা হলো-জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়া গাংপাড়ের শহীদের ছেলে সুমন, কান্তু মিয়ার ছেলে ফারুক, কাশেমের ছেলে রুমন ও মৃত মোনাফরের ছেলে হেলাল। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মিরাজ মিয়ার ছেলে নয়নকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, জেলার করিমগঞ্জের আশুতিয়া গাংপাড়ের বাসিন্দা আমিন মিয়া তার অসুস্থ স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে ২০১৫ সালের ১১ মে রাত সাড়ে ১২টার দিকে শিশুকন্যা ৪র্থ শ্রেণীর স্কুলছাত্রীকে (১০) নিয়ে রিক্সাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রামনগর শাহ আলী মাজার এলাকায় পৌঁছলে আসামিরা মোটরসাইকেলে গতিরোধ করে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। পরে শিশুটিকে অচেতন অবস্থায় পার্শ্ববর্তী সেলঙ্কা সেতুর কাছে ফেলে যায়। পরদিন ভোরে শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন ভিকটিমের পিতা বাদী হয়ে পাঁচজনের নামোল্লেখ করে করিমগঞ্জ থানায় মামলা করেন।
×