ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মহিলা হ্যান্ডবল লিগে কাল জিতলেই চ্যাম্পিয়ন মেরিনার

প্রকাশিত: ০৮:৩৭, ৯ জুলাই ২০১৯

মহিলা হ্যান্ডবল লিগে কাল জিতলেই চ্যাম্পিয়ন মেরিনার

স্পোর্টস রিপোর্টার ॥ কাল বুধবার শেষ হচ্ছে কিউট মহিলা হ্যান্ডবল লিগ-এর খেলা। ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। এগুলো হলো দুপুর ১টায় মাদারীপুর হ্যান্ডবল ট্রের্নিং সেন্টার বনাম কোয়ান্টাম ফাউন্ডেশন এবং বেলা ৩টায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব বনাম আরামবাগ ক্রীড়া সংঘ। বুধবার সমাপনী দিনে ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন হবে মেরিনার। কেননা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তারাই আছে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। নিজেদের ৭ ম্যাচের প্রতিটিতেই জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৭ ম্যাচের ৬টিতে জয় ও ১টিতে হেরে ১৮ পয়েন্ট নিয়ে আরামবাগ আছে দ্বিতীয় স্থানে। কাগজে-কলমে তাদেরও আছে শিরোপাজয়ের সম্ভাবনা। সেক্ষেত্রে তাদের অবশ্যই জিততে হবে এবং মাদারীপুরের হারতে হবে। তবে আরামবাগ যদি কমপক্ষে ৬০ গোলের ব্যবধানে মেরিনারকে হারাতে পারে, সেক্ষেত্রে এই দুই দলের সমান পয়েন্ট (২১) হলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হতে পারবে তারা (শীর্ষ তিন দলের মধ্যে তাদের গোলই এখন সবচেয়ে বেশি)। চ্যাম্পিয়ন হতে পারে মাদারীপুরও। ৭ খেলার ৬টিতে জয় ও ১ হারে ১৮ পয়েন্ট তাদের। সেক্ষেত্রে তাদেরকে শুধু প্রতিপক্ষ কোয়ান্টামকে হারালেই হবে না, কামনা করতে হবে আরামবাগ-মেরিনার ম্যাচে মেরিনারের হার, তবে শর্ত হচ্ছে আরামবাগ যেন ৬০ গোলের কমে ম্যাচ জেতে! মঙ্গলবারের খেলায় মাদারীপুর হ্যান্ডবল ট্রের্নিং সেন্টার ৬৯-২৫ গোলে আরএন স্পোর্টস হোমকে, দিলকুশা স্পোর্টিং ক্লাব ২৮-২৬ গোলে ভিকারুননিসা নূন স্পোর্টস ক্লাবকে এবং আরামবাগ ক্রীড়া সংঘ ৭৪-১২ গোলে কোয়ান্টাম ফাউন্ডেশনকে হারায়।
×