ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় দুর্নীতিবিরোধী আলোচনা ও উপকরণ বিতরণ

প্রকাশিত: ০১:৫১, ৯ জুলাই ২০১৯

নেত্রকোনায় দুর্নীতিবিরোধী আলোচনা ও উপকরণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত ব্যাগ, খাতা ও স্কেল বিতরণ করা হয়। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন: ইউএনও সুমনা আল মজীদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়া, সহ-সভাপতি অধ্যাপক মতীন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আলী আমজাদ খান ও বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর হোসেন প্রমুখ। পরে জেলা সদরের লতিফা আব্বাছ মডেল মহিলা মাদ্রাসায়ও অনুরূপ আলোচনা এবং উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ সমন্বিত কার্যালয় এসব অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে।
×