ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একটা সম্পূর্ণ দল হিসেবে আত্মপ্রকাশ করতে সফল হয়েছে ভারত

প্রকাশিত: ০১:০২, ৯ জুলাই ২০১৯

একটা সম্পূর্ণ দল হিসেবে আত্মপ্রকাশ করতে সফল হয়েছে ভারত

অনলাইন ডেস্ক ॥ দাপটের সঙ্গে বিশ্বকাপে পারফর্ম করে লিগ ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করেছে টিম বিরাট। গোটা টুর্নামেন্টে এখনও পর্যন্ত শুধু মাত্র আয়োজক ইংল্যান্ডের কাছেই হেরেছে ভারত। এ ছাড়া বৃষ্টির জন্য ভেস্তে যায় নিউজিল্যান্ডের ম্যাচ। বাকি প্রতিটা দলের বিরুদ্ধে এক রকম দাপটের সঙ্গেই জিতেছে ব্লু ব্রিগেড। যার ফলে কোহালিদের বিশ্বকাপ জেতা নিয়ে আশা আরও বেড়েছে সমর্থকদের।ভারতের এই দুর্দান্ত পারফরম্যান্সের পিছনে কোনও এক বা দু’জন নয় বরং দলের বেশির ভাগ সদস্যেরই অবদান রয়েছে। যেমন রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, হারদিক পান্ডিয়া, মোহাম্মদ শামি বা যশপ্রীত বুমরা। এক দিকে যেমন ব্যাট হাতে একের পর এক দুর্দান্ত পারফর্ম করে চলেছে টপ অর্ডারের রোহিত, রাহুল ও বিরাট জুটি, তেমনই বল হাতে আগুনের গোলা ছুড়ছেন বুমরা-শামি। আর মাঝখানে হার্দিকের ব্যাট হাতে হার্ড হিটিং আর বল হাতে উইকেট নেওয়ার ক্ষমতা অনেকটা কুলফির উপর লাল চেরির মতো। এই কারণের টুর্নামেন্টে একটা সম্পূর্ণ দল হিসেবে আত্মপ্রকাশ করতে সফল হয়েছে ভারত। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×