ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ২৬ ঘণ্টা পর অপহৃত মাদ্রাসার ছাত্র উদ্ধার

প্রকাশিত: ১২:৪৯, ৯ জুলাই ২০১৯

  গাজীপুরে ২৬ ঘণ্টা পর অপহৃত মাদ্রাসার ছাত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে মুক্তিপণের দাবিতে মাদ্রাসার ছাত্র এক শিশুকে অপহরণের ২৬ ঘণ্টা পর সোমবার রাতে উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। অপহরণের শিকার ওই ছাত্রের নাম মাহফুজুর রহমান (৮)। সে সুনামগঞ্জের ধর্মপাশা থানার কুর্শিবাড়ী গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে। র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন। র‌্যাব-১ এর ওই কর্মকর্তা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন নলজানী টিএন্ডটি রোড এলাকায় সপরিবারে বাস করেন ইয়াকুব আলী। তার ছেলে মাহফুজুর রহমান স্থানীয় তাসকিয়াতুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাহফুজুর রহমান মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। পথে টিএন্ডটি রোড এলাকায় অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি মাহফুজকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। রাতে অপহরণকারীরা মাহফুজকে খুন করার হুমকি দিয়ে মোবাইল ফোনে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের শিকার ওই শিশুর স্বজনরা বিভিন্নস্থানে মাহফুজকে খোঁজাখুঁজি করতে থাকে। তারা মাহফুজের সন্ধান না পেয়ে গাজীপুরের পোড়াবাড়িস্থ র‌্যাব-১ এর ক্যাম্পে অভিযোগ করেন। এদিকে সোমবার রাতে মুক্তিপণের টাকার আশায় অপহৃত শিশুকে নিয়ে অপহরণকারীরা বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহৃত শিশুকে ফেলে রেখে অপহরণকারীরা গাড়িযোগে পালিয়ে যায়। এসময় ওই এলাকার সুমন টেলিকমের সামনে থেকে অপহৃত মাহফুজুর রহমানকে উদ্ধার করে র‌্যাব। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
×