ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদে শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক মানে ১৫ ভার্সিটির স্থান লাভ

প্রকাশিত: ১০:৩৫, ৯ জুলাই ২০১৯

 আন্তর্জাতিক মানে ১৫ ভার্সিটির স্থান লাভ

সংসদ রিপোর্টার ॥ শিক্ষা ব্যবস্থার মানের দিক থেকে আন্তর্জাতিক মানে বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি। তিনি বলেছেন, অতি সম্প্রতি জুন মাসে স্পেনের সিগমলা এবং যুক্তরাষ্ট্রের স্কোপাস জরিপে আন্তর্জাতিক র‌্যাঙ্কিং-এ স্থান করে নিয়েছে ১৫টি বিশ্ববিদ্যালয়, তার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় শীর্ষে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার রাতে সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে উত্থাপিত নোটিসের জবাব প্রদানকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। সরকারী দলের সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিচালক নূর মোহাম্মদ শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার মান নিশ্চিতকরণে জরুরী জনগুরুত্বপূর্ণ নোটিসটি উত্থাপন করেন।
×