ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষা ভবনের অপরিচ্ছন্ন পরিবেশে অসন্তোষ শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ১০:৩২, ৯ জুলাই ২০১৯

 শিক্ষা ভবনের অপরিচ্ছন্ন  পরিবেশে অসন্তোষ  শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা ভবন হঠাৎ পরিদর্শনে এসে অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। সোমবার সকাল সাড়ে ১০টার সময় তিনি শিক্ষা ভবনে আসেন। বেলা আড়াইটা পর্যন্ত তিনি অবস্থান করেন। এ সময় তিনি শিক্ষা ভবনের একাধিক কর্মকর্তা ও কর্মচারীদের কক্ষ পরিদর্শন করেন। তাদের কাজের ধরন সম্বন্ধেও জানতে চান। শিক্ষামন্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর সৈয়দ মোঃ গোলাম ফারুকের কাছে অপরিচ্ছন্নতা, নতুন ভবন নির্মাণের বিষয়ে জানতে চান। তবে এ বিষয়ে তিনি সন্তোষজনক সদুত্তর দিতে পারেননি। মন্ত্রী অফিস সহকারীদের কক্ষে এলোমেলো ফাইল দেখে তা শোকেচ করে সাজিয়ে রাখার পরামর্শ দেন। ওয়াশরুমের অপরিচ্ছন্নতা দেখে প্রতিদিন একাধিকবার পরিষ্কারের নির্দেশ দেন। প্রয়োজনে নতুন ওয়াশরুম নির্মাণেরও নির্দেশ দেন। এছাড়া তিনি শিক্ষা ভবনে নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করারও নির্দেশ দেন। প্রয়োজনে প্রকল্পের অফিসগুলো শিক্ষা ভবন থেকে অন্যত্র সরানোর কথাও বলেন। এছাড়াও মাউশির মহাপরিচালকসহ অন্যান্য পরিচালকের সঙ্গে আলোচনায় বিধি অনুযায়ী চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দ্রুত শেষ করতে নির্দেশ দেন মন্ত্রী। তিনি কর্মকর্তাদের বলেন, সারাদেশ থেকে শিক্ষকসহ নানা শ্রেণী-পেশার মানুষ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজে শিক্ষা ভবনে আসেন। কিন্তু যারা সারাদেশের মানুষকে সেবা দেবেন তারাই অপরিচ্ছন্ন রুমে ঠিকমতো বসতে পারেন না। আর কেন্দ্রীয় অফিসের যদি এই অবস্থা হয় তাহলে সারাদেশের অবস্থা কী হবে? দ্রুত এই অবস্থার উত্তরন ঘটাতে হবে।
×