ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বিচারে নিধন আমাজন

প্রকাশিত: ১০:২৮, ৯ জুলাই ২০১৯

 নির্বিচারে নিধন  আমাজন

ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পেস রিসার্চের দেয়া তথ্য অনুযায়ী, গত জুনে যে পরিমাণ আমাজন বন নিধন হয়েছে তা এ বছর একই সময়ে তার থেকে অন্তত ৬০ শতাংশ বেশি হারে আমাজনের জঙ্গল ধ্বংস করা হয়েছে। গত জুনে আমাজন বনের রেইন ফরেস্টের এলাকার প্রায় ৭৬৯ বর্গকিলোমিটার এলাকা ধ্বংস হয়েছে। ২০১৮ সালে ওই পরিসংখ্যান ছিল ৪৮৮.৪ বর্গকিলোমিটার। অর্থাৎ প্রতি মিনিটে প্রায় দেড়টি ফুটবল মাঠের সম-আয়তনের রেইন ফরেস্ট হারিয়ে যাচ্ছে। জলবায়ু সংক্রান্ত বিপর্যয়ের ঘটনা বিশ্বে প্রতি সপ্তাহে একটি করে ঘটে, সে তথ্য দিয়ে ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। যদিও তার মধ্যে বেশির ভাগই আন্তর্জাতিক মহলে তেমন সোচ্চার হয় না। সাম্প্রতিক অতীতে মোজাম্বিকে ইদাই ও কেনেথের মতো সাইক্লোন কিংবা ভারতে খরার কথা বাদ দিলে যেসব ‘কম মাত্রার বিপর্যয়’-এর জেরে প্রাণহানি, বাস্তুচ্যুত হওয়ার মতো ঘটনা ঘটে, সেগুলোতে এ মুহূর্তেই বিশেষ গুরুত্ব দিয়ে তদারকি করা প্রয়োজন। বিপর্যয়ের আশঙ্কা কমানোর দায়িত্বে থাকা জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মামি মিজোটোরি বলেন, এটি মোটেও ভবিষ্যতের কথা নয় বরং বর্তমানের কথা। জলবায়ু সমস্যা সমাধানের ব্যাপারে মাথা ঘামানো আর মোটেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয় নয়। এটি সময়ের অগ্রাধিকার ভিত্তি। -ইন্ডিয়া টাইমস
×