ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নুসরাতের ছোট ভাইয়ের সাক্ষ্য ও জেরা শেষ

প্রকাশিত: ১০:২৮, ৯ জুলাই ২০১৯

 নুসরাতের ছোট  ভাইয়ের  সাক্ষ্য ও  জেরা শেষ

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৮ জুলাই ॥ বহুল আলোচিত ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ধার্য তারিখ সোমবার সকালে ফেনী কারাগার থেকে চার্জশীটভুক্ত ১৬ আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়েছে। বিচারক (জেলা জজ পদমর্যাদার) মোঃ মামুনুর রসিদের আদালতে মামলার সাক্ষী নুসরাতের ছোট ভাই রাসেদুল হাসান রায়হানের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। নুসরাত হত্যা মামলায় ৮ম দিনে এ সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়। এ পর্যন্ত ৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছে এবং আসামি পক্ষের আইনজীবীদের জেরার মুখোমুখী হয়েছে। এসময় এজলাসের কাঠগড়ায় আলোচিত ১৬ আসামি হাজির ছিল। এ মামলার চার্জশীট জমা দেয়ার আগে ৭ জন সাক্ষী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। ঘটনার দিনে পরীক্ষার হলের দায়িত্বে থাকা ইনভিজেলেটর বেলায়েত হোসেন, স্থানীয় দোকানদার জহিরুল ইসলামের সাক্ষ্যগ্রহণ করা হবে মঙ্গলবার। সাক্ষ্য প্রদান শেষে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করবেন । ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত গত ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে কৌশলে ছাদে ডেকে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে করা শ্লীলতহানির মামলা তুলে না নেয়ায় তাকে হত্যার পরিকল্পনা করা হয়। এই আদালতের বিচারক (জেলা জজ পদমর্যাদার) মামুনুর রসিদ গত ২০ জুন নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালে ১৬ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। গত ৬ এপ্রিল সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত আলিমের আরবী পরীক্ষা প্রথম পত্র দিতে মাদ্রাসায় গেলে দুর্বৃত্তরা তাকে ডেকে কৌশলে মাদ্রাসার ছাদে নিয়ে যায়। পরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর গত ১০ এপ্রিল রাতে মারা যায়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে প্রধান আসামিসহ ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। পিবিআই ও পুলিশ এ মামলায় ২১ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে হত্যায় সরাসরি জড়িত ৫ জনসহ ১২ জন আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। গত ২৯ মে দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে নুসরাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর শাহআলম আদালতে ১৬ আসামির বিরুদ্ধে চার্জশীট জমা দেন।
×