ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সর্বকনিষ্ঠ হাইকার!

প্রকাশিত: ১০:০৭, ৯ জুলাই ২০১৯

 সর্বকনিষ্ঠ হাইকার!

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের মেয়ে আইজেল মাসুদি (৩) হাঁটতে শিখেই বুঝেছিল, চলা মানেই চড়াই-উতরাই পেরনো। এই মুহূর্তে সে ভারতের সর্বকনিষ্ঠ হাইকার। তার স্বীকৃতি হিসেবে সম্বর্ধনা সভায় হাতে একটি সার্টিফিকেটও পেয়েছে সে। তিন বছর বয়সেই আইজেল মসৃণ চড়াই-উতরাই পেরিয়ে জম্মু-কাশ্মীরের সোপোরের এলাকায় লাঠি নিয়ে বাবার সঙ্গে দিনে কয়েকবার ওঠানামা করে তাও আবার ক্লান্তিহীনভাবে। প্রতিদিনই চলে এই যাত্রা। মেয়ের পথচলা দেখে অবাক হয়ে যান বাবাও। সম্প্রতি দক্ষিণ এশিয়ার পরিবেশবিদদের সংগঠনের নজরে পড়ে আইজেল। তাদের বিচারেই আইজেল সবচেয়ে ছোট হাইকারের উপাধি পেয়েছে। সংগঠনের প্রধান জানান, আমরা সপ্তাহভর এই এলাকায় পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি করতে প্রচার চালিয়েছি। আর সেই সময়ই আমাদের নজরে এসেছে এই মেয়েটি। সোপোরের আইজেল মাসুদিই এদেশের সবচেয়ে ছোট হাইকার। সে প্রতিদিন বাবার সঙ্গে লাঠি নিয়ে পাহাড়ের চড়াই-উতরাই পেরিয়ে পথ পাড়ি দেয়। এই এলাকায় আইজেলই সকলের আকর্ষণের কেন্দ্র। -ইন্ডিয়া টাইমস
×