ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এরশাদের অবস্থা অপরিবর্তিত

প্রকাশিত: ০৯:৫৯, ৯ জুলাই ২০১৯

 এরশাদের অবস্থা অপরিবর্তিত

স্টাফ রিপোর্টার ॥ হাসপাতালে ভর্তির পর ১৭ দিনেও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে কোন ভাল খবর দিতে পারছেন না চিকিৎসকরা। বরং তার শারীরিক অবস্থা উন্নতির চেয়ে অবনতি হচ্ছে বেশি। সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ‘এরশাদের শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত’ সংবাদ সম্মেলনে ভাই জিএম কাদের বলেন, ‘পার্টি চেয়ারম্যান এরশাদ ভাল আছেন বলব না। তিনি শঙ্কামুক্ত নন, তবে জীবিত আছেন।’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানান, এ পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তিনি ওষুধ-সরঞ্জামের সাহায্যে স্বাভাবিক রয়েছেন। ২২ জুন থেকে বিরোধী দলের নেতা এইচ এম এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে সাবেক মন্ত্রী জিএম কাদের জানান, এরশাদকে ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষায় তার কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে, ওষুধ ও মেশিনের মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন। তবে স্বাভাবিকভাবেই উন্নতি হয়নি বলেও তারা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান নুরুর ইসলাম নুরু প্রমুখ। এরিখকে মোবাইলে হুমকি-থানায় জিডি ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র শাহাতা জারাব এরশাদ এরিককে ভয়ভীতি দেখানোর অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার রাজধানীর গুলশান থানায় জিডি করেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক ও জাপা চেয়ারম্যানের ভাগ্নে মেজর (অব.) মোঃ খালেদ আখতার। জিডিতে উল্লেখ করা হয়, ‘আমি মেজর (অব.) মোঃ খালেদ আখতার, পিতা মরহুম শাফায়ে হোসেন, পরিচালক হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট, আমার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন যাবত অসুস্থ থাকায়, তার ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে কে বা কারা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে।’ জিডিতে তার মোবাইল নম্বর ও ঠিকানা উল্লেখ করে আরও বলা হয়েছে, ‘আমি হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক হিসেবে এরিকের সকল ভাল-মন্দ দেখাশোনার দায়-দায়িত্ব আমার ওপর অর্পিত হয়।’
×