ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাবি বিসিবির, শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হবে আগামী বোর্ড সভায়, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন বাংলাদেশের পর্যবেক্ষকরা

বিশ্বকাপে বাংলাদেশের সার্বিক পারফর্মেন্স ভাল

প্রকাশিত: ০৯:৪১, ৯ জুলাই ২০১৯

 বিশ্বকাপে বাংলাদেশের সার্বিক পারফর্মেন্স ভাল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে এবার সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ম্যাচ হেরে যাওয়ায় লক্ষ্যটা পূরণ হয়নি। তবে সার্বিকভাবে বাংলাদেশ দল বিশ্বকাপে ভাল খেলেছে এমনটাই দাবি করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। সোমবার বিসিবিতে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি। এ সময় বাংলাদেশ দলের আসন্ন কার্যক্রম নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়াদি নিয়েও জানিয়েছেন নিজামউদ্দিন। এ মাসেই শ্রীলঙ্কা সফর যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে নিরাপত্তাজনিত সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগামী বোর্ড সভায় সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সেই সভার পরেই জানা যাবে কোর্টনি ওয়ালশ, থিহান চন্দ্রমোহন, রায়ান কুকসহ যাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তাদের ভাগ্য! এবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ দল। কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের কাছে হেরে গেছে। পাকদের বিপক্ষে শেষ ম্যাচে নির্বিষ পারফর্ম্যান্স থাকলেও দলগতভাবে বাকি হেরে যাওয়া ম্যাচে লড়াই করেছে বাংলাদেশ শেষ পর্যন্ত। সারা বিশ্বেই তাই টাইগারদের এই ইতিবাচক মনোভাব প্রশংসিত হয়েছে। সার্বিকভাবে বাংলাদেশ দলের বিশ্বকাপ কেমন হয়েছে? দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত-সমর্থকরা অবশ্য আশা পূরণ না হওয়াতে দলের ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন (সাকিব আল হাসান ব্যতীত)। ক্রিকেটানুরাগীরা কিছুতেই খুশি হতে পারেননি। এ বিষয়ে বিসিবির সিইও নিজামউদ্দিন সোমবার বলেন, ‘অবশ্যই একটা অসন্তুষ্টি কাজ করছে। যে অবস্থান আমরা চেয়েছিলাম তার চেয়ে নিচে থেকে শেষ করেছি। সর্বোপরি অবশ্য আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, যে পারফর্ম্যান্স আমরা করেছি তা অনুসারে হয়তো আমাদের লক্ষ্যটা পরিপূর্ণ হয়নি, কিন্তু আমরা ভালই করেছি।’ র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থান নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে আট নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ দল। তাই ১০ দলের এই আসরে আসলে দলগতভাবেও যে ভাল কিছু হয়নি সেটা নিশ্চিতভাবেই বলা যায়। বিশ্বকাপ শেষ হয়েছে, শেষ হয়েছে কোচিং স্টাফে থাকা অনেকেরই মেয়াদ। এর মধ্যে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর থাকছেন না তা প্রায় নিশ্চিত। এমনকি প্রধান কোচ স্টিভ রোডসকেও অব্যাহতি দেয়ার বিষয়টি আলোচিত হচ্ছে। বাকিদের মধ্যে স্পিন বোলিং কোচ সুনীল যোশী, ফিজিও থিহান চন্দ্রমোহন ও ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ। চন্দ্রমোহন ও কুক আছেন সবচেয়ে বিপদে। তাদের সঙ্গে চুক্তি নবায়নের সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায়। কারণ বিশ্বকাপে দলের ফিল্ডিং ছিল যাচ্ছেতাই রকমের এবং ইনজুরিতে ভুগেছে পুরো দলই। তাদের নিয়ে আলোচনা করছে বিসিবি। এ বিষয়ে নিজামউদ্দিন বলেন, কোচিং স্টাফদের অনেকের সঙ্গেই আমাদের চুক্তি শেষ হচ্ছে। এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। কাদের নিয়ে আমরা টিম ম্যানেজমেন্ট চালিয়ে যেতে পারব সেটার পর্যালোচনা করা হচ্ছে। আসলে শুধু আমরা চাইলেও তো হবে না, তাদেরও সম্মতি ও থাকতে পারার বিষয়টি আছে। এখনও এটা নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আগামী বোর্ড মিটিংয়েই আমরা হয়তো এ সিদ্ধান্ত নিতে পারব।’ চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে গিয়ে ৩ ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর আগেই কোচিং স্টাফে পরিবর্তন করতে না পারলে পূর্ণ কোচিং দল না নিয়েই যেতে হবে। তবে নিজামউদ্দিন জানালেন, ‘আমরা চেষ্টা করব শ্রীলঙ্কা সফরের আগেই সিদ্ধান্ত নেয়ার জন্য। আগামী বোর্ড সভাতেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’ শ্রীলঙ্কা সফর অবশ্য এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। ২৬ জুলাই প্রথম ওয়ানডে হওয়ার কথা রয়েছে এবং ২০ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে বাংলাদেশ দলের যাওয়ার কথা। কিন্তু সময়সূচীতে কিছুটা পরিবর্তন আসতেই পারে। মূলত সম্প্রতি শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থার জন্যই বিসিবি কিছুটা সময় নিচ্ছে। কিছুদিন আগে দেশটির গির্জায় সন্ত্রাসী হামলায় অনেক মানুষের প্রাণহানি ঘটে। এরপর থেকেই সাম্প্রদায়িক দাঙ্গাও চলছে। এমন পরিস্থিতিতে দলের নিরাপত্তা বিষয়টির জন্যই সফরের সময়সূচী চূড়ান্ত হয়নি। নিজামউদ্দিন বলেন, ‘ইতোমধ্যেই সরকার থেকে একটা নিরাপত্তা দল শ্রীলঙ্কায় গিয়েছিল। তারা ভেন্যুগুলো এবং সংশ্লিষ্ট জায়গাগুলো যেখানে দল চলাফেরা করবে, সরেজমিনে দেখেছে এবং একটা সার্বিক প্রতিবেদন আমরা পেয়েছি। তাদের পর্যবেক্ষণ থেকে কিছু পরামর্শ দিয়েছে এবং সেটা নিয়ে আমরা এখনও কাজ করছি। তবে ম্যাচগুলো কোন কোন তারিখে হবে এখনও সময়সূচী নিয়ে পর্যালোচনা করছি। সবকিছু যদি ঠিক থাকে এ মাসের শেষদিকে শ্রীলঙ্কা সফর করব। এফটিপি অনুসারে যেহেতু তিনটি ম্যাচ ছিল সেটাই খেলার সম্ভাবনা রয়েছে।’
×