ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়ছেন না সরফরাজ

প্রকাশিত: ০৯:৪০, ৯ জুলাই ২০১৯

 স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়ছেন না সরফরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-পাকিস্তান বিশ্ব ক্রিকেটে সাপে-নেউলে সম্পর্ক। নেট রানরেটে পিছিয়ে থাকায় বিশ্বকাপে এবার একটুর জন্য সেমিফাইনালে ওঠা হয়নি পাকিস্তানের। দুর্দান্ত খেলতে থাকা ভারত লিগপর্বে ইংল্যান্ডর কাছে যেভাবে হেরেছে, অনেকের মতে পাকিস্তান আর বাংলাদেশেকে সেমির রেস থেকে ছিটকে ফেলতেই তারা সেটা ইচ্ছা করে করেছে! তবে পাকিস্তান অধিনায়ক সরফরাজ সেটি মনে করেন না, ‘না, না, এটা বলা মোটেও সমীচীন হবে না। আমি মনে করি না, ভারত আমাদের ছিটকে দেয়ার জন্যই হেরেছে। ইংল্যান্ড অনেক ভাল ক্রিকেট খেলে সেদিন জয় তুলে নিয়েছিল।’ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে সাংবাদ মাধ্যমকে বলেন তিনি। শ্রেয়তর দল হিসেবেই ভারত বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে বলেও মন্তব্য করেন পাকিস্তান অধিনায়ক। আর নিজেরা সেমিতে খেলতে না পারলেও বিশ্বকাপে দলের সার্বিক পারফর্ম্যান্সে খুশি সরফরাজ আরও জানিয়েছেন স্বেচ্ছায় অধিনায়কের দায়িত্ব ছাড়ছেন না তিনি। সরফরাজ বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করবে পরবর্তী অধিনায়ক কে হবেন। কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন তবে ব্যক্তিগতভাবে আমি বলব, আমি দলের ক্রিকেটারদের এখন বেশ ভাল করে চিনি। এদের মধ্যে বেশিরভাগই তরুণ। যদি বিশ্বকাপে আমাদের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি তবে এই দলকে আমি অন্য পর্যায়ে পৌঁছে দিতে পারব।’ সরফরাজ আরও যোগ করেন, ‘সামনের বছরই অস্ট্রেলিয়াতে টি২০ বিশ্বকাপ। আমার চোখ এখন সেদিকেই। আমি জানি আমাকে যদি সুযোগ দেয়া হয় তবে একটা দল হিসেবে আমাদের অনেক উন্নতি হবে।’ বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে সরফরাজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আমাদের পারফর্ম্যান্সে সন্তুষ্ট এবং আমাদের সেমিফাইনালে যাওয়া উচিত ছিল। কিন্তু পুরো টুর্নামেন্ট আর ইংল্যান্ডের কঠিন কন্ডিশনের কারণে আমরা যা করেছি তাই সম্মানজনক।’ তবে বেশিভাগ পাকিস্তানির সমর্থকের মতে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের জন্যই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে তারা। তাদের ভাষ্যমতে, ইংল্যান্ডের বিপক্ষে ভারত ইচ্ছে করেই রাউন্ড রবিন লিগ পর্বের ম্যাচে হারে। এতে করে বিভিন্ন সমীকরণের মারপ্যাঁচে পড়ে বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাবেক অনেক পাকিস্তানী ক্রিকেটারও তাই ভারতের হার নিয়ে সমালোচনা করেন, তোলেন প্রশ্ন! প্রসঙ্গত, ইংল্যান্ডের কাছে ৩১ রানে হারের ম্যাচে ভারত যদি জয় তুলে নিতো, তবে টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানের খেলার সম্ভাবনা ছিল ব্যাপক। কেননা ইংলিশরা ওই ম্যাচ হেরে গেলে রবিন লিগ শেষে তাদের পয়েন্ট হতো ১০। আর শেষ দুই ম্যাচ জেতায় পাকিস্তানের পয়েন্ট দাঁড়াত ১১তে। তবে এই মুহূর্তে সেমি নিয়ে আর খুব একটা হাহুতাশ করতে রাজি নন সরফরাজ। তার মতে, দলের ক্রিকেটাররা শতভাগ দিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে। এ কারণে সংবাদ সম্মেলনে দলের খেলোয়াড়দের লড়াকু প্রচেষ্টার দারুণ প্রশংসা করেন তিনি।
×