ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজ মাল্টিমিডিয়ার যাত্রা শুরু

প্রকাশিত: ০৭:৩৮, ৮ জুলাই ২০১৯

রাজ মাল্টিমিডিয়ার যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ দেশের শোবিজ অঙ্গনকে এগিয়ে নিতে জমকালো আয়োজনে ‘রাজ মাল্টিমিডিয়া’র যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় কেক কেটে হাউজটির উদ্বোধন করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল রাজ, অভিনেত্রী অঞ্জনা সুলতানা, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক মোহাম্মদ ইকবাল। প্রতিষ্ঠানের কর্ণধার নজরুল রাজ বলেন, কিছু দিন ধরেই আমি নাটক সিনেমা প্রযোজনা করছি। যদিও তা রাজ মাল্টিমিডিয়ার ব্যানারেই ছিল। কিন্তু আমাদের নিজস্ব কোনো প্রতিষ্ঠান ছিল না। তাই রাজ মাল্টিমিডিয়া নামেই আমাদের এ মিডিয়া হাউসের যাত্রা। এখান থেকে আমরা নিয়মিত নাটক, সিনেমা, মিউজিক ভিডিও প্রযোজনা করবো। সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবাশিষ বিশ্বাস নির্মাতা বিইউ শুভ, সাখাওয়াত মানিক, তুহিন হোসেন, রাইসুল তমাল, রিংকু, মডেল বুলবুল টুম্পা, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, অভিনেত্রী মৌসুমি হামিদ, শিরিন শিলা, স্বাগতা, রানী আহাদ, নুসরাত জাহান পাপিয়া, তৃষ্ণা এফএস জনি, ইমতু রাতিশ, অর্ণব, সঙ্গীতশিল্পী পূজা, স্বপ্নীল সজিব সহ আরো অনেকে। এদিকে এর মধ্যেই রাজ মাল্টিমিডিয়া থেকে ‘প্রিয়জন প্রয়োজন’ শিরোনামের একটি চল”িচত্র নির্মাণের ঘোষণা দিয়েছে। নির্মাণ করবেন দেবাশীষ বিশ্বাস। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে। এছাড়াও গত ঈদে এই হাউস থেকে কয়েকটি খÐ নাটক ও টেলিফিল্ম নির্মাণ করা হয়। যা বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। আসছে ঈদেও বেশ কয়েকটি নাটকের পরিকল্পনা করেছেন রাজ মাল্টিমিডিয়া।
×