ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্টিভ জবস যাদুমন্ত্রের গুরু ছিলেন ॥ বিল গেটস

প্রকাশিত: ০৪:৪৮, ৮ জুলাই ২০১৯

স্টিভ জবস যাদুমন্ত্রের গুরু ছিলেন ॥ বিল গেটস

অনলাইন ডেস্ক ॥ অ্যাপল কর্মীদেরকে অনুপ্রেরণা দেওয়া এবং দীর্ঘ সময় ধরে কাজ করানোর ক্ষেত্রে স্টিভ জবস যাদুমন্ত্রের গুরু ছিলেন বলে জানিয়েছেন মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। “আমি একজন ছোট জাদুকর কারণ তিনি যাদুমন্ত্র করছিলেন এবং মানুষ তাতে সম্মোহিত হয়ে পড়ছিলেন, কিন্তু আমিও যেহেতু ছোট জাদুকর ছিলাম তাই তার (জবসের) যাদুমন্ত্র আমার ওপর কাজ করেনি,” বলেন বিল গেটস। ২০১১ সালে অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান সাবেক অ্যাপল প্রধান স্টিভ জবস। গেটস বলেন, জবসের নেতৃত্বের ধরন ছিল “এটা বাড়িতে করো না।” মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা আরও বলেন, স্টিভের খারাপ দিকগুলো নকল করা খুবই সহজ। “মেধাবীদের খুঁজে নেওয়া, ওই মেধাবীদেরকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে” আমি এখন পর্যন্ত জবসের মতো কাউকে পাই না। “তার কঠোরতার মধ্যে তিনি কিছু ইতিবাচক দিকে নিয়ে এসেছেন যার কোনো তুলনা হয়না।”-- খবর সিএনবিসি’র। গেটস আরও বলেন, জবস শুধু একাই এমন একজন ছিলেন যেখানে অ্যাপল শেষ হওয়ার পথে ছিলো এখন তা বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান। এ ধরনের গল্প খুব বেশি আসবে না।” জবসের মৃত্যুর পর প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দায়িত্ব পান টিম কুক। চলতি বছরে ২৭ জুন অ্যাপলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, প্রতিষ্ঠান ছাড়ছেন প্রধান নকশাকারী জনি আইভ। অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে জনি আইভকে একজন ধরা হয়। ২০ বছর প্রতিষ্ঠানটিতে কাজ করে আইফোন এবং ম্যাকসহ দারুন সব পণ্য নকশা করেছেন তিনি। নেতৃত্বের বিষয়ে সিএনএন-এর ফারিদ জাকারিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জবসকে নিয়ে কথা বলেন গেটস। গেটসের নিজের নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষের ওপর রুঢ় হওয়ার খ্যাতি রয়েছে তার। “ডিওজে সাক্ষ্য দেওয়া ছাড়া আমাকে কেউ বলেনি যে আমি বাইরে গিয়ে সংবাদমাধ্যম বা গ্রাহকের সঙ্গে কথা বলার সময় কঠোর হয়েছি বা আদেশের সূরে কথা বলেছি।” মাইক্রোসফটের ভেতরে “আমরা একে ওপরের প্রতি অনেক কঠোর। কোনো কোনো সময় এটা অনেক দূর চলে যায়।”
×