ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিল কোচ মেসিকে সংযত হতে বললেন

প্রকাশিত: ০০:১৩, ৮ জুলাই ২০১৯

ব্রাজিল কোচ মেসিকে সংযত হতে বললেন

অনলাইন ডেস্ক ॥ কোপা আমেরিকা শেষ হলেও তার ঝাঁজ এখনো রয়ে গেছে। লিওনেল মেসির লাল কার্ড কাণ্ডে বিভক্ত ফুটবল বিশ্ব। অনেকে বলছেন লঘু পাপে গুরুদন্ড পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। অন্যপক্ষ মনে করছেন, শাস্তি পেলেও সেটা মেনে নেওয়া উচিত ছিল মেসির। এটাই সত্যিকার খেলোয়াড়সুলভ আচরণ। ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ তিতে দুই পক্ষেই অবস্থান করছেন। তবে মেসির আগ্রাসী মনোভাব মানতে পারছেন না সেলেসাওদের কোচ। মেসিকে আরো সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মেসির অন্তত নিজের সম্মানের দিকে তাকানো উচিত বলে মনে করেছেন তিনি। কোপা আমেরিকার ফাইনালের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উঠে আসে মেসি প্রসঙ্গ। তিতে মনে করেন মেসির লাল কার্ড পাওয়া উচিত হয়নি। তিনি বলেন, ‘সে বড় জোর হলুদ কার্ড দেখত। মেডেলকেই লাল কার্ড দেখানো উচিত ছিল।’ ব্রাজিল ও চিলির বিপক্ষে খেলার পর বেশ কিছু বেফাঁস মন্তব্য করেছেন মেসি। যেটা মোটেও ঠিক হয়নি বলে মনে করেন তিতে। তিনি বলেন, ‘তার আরো বেশি সংযমী হওয়া উচিত। রেফারির সিদ্ধান্তকে সম্মান করতে হবে। হারের পর তা মেনে নেওয়া খেলারই অংশ।’ ফাইনাল ম্যাচসহ অনেক ম্যাচেই ব্রাজিল বাজে রেফারিংয়ের শিকার হয়েছে বলে অভিযোগ করেন তিতে। তিনি বলেন, ‘আমরা অনেক ম্যাচেই বাজে রেফারিংয়ের শিকার হয়েছি। এমনকি বিশ্বকাপের ম্যাচেও। মেসিকে এটা বুঝতে হবে। আজকের ম্যাচেও তেমনটা হয়েছে। থিয়েগোর ওটা কখনই পেনাল্টি ছিল না। ভেনিজুয়েলার বিপক্ষে আমাদের একটি প্রাপ্য গোল বাতিল হয়েছে।’ ব্রাজিলকে জেতাতেই রেফারি ইচ্ছে করে বাজে সিদ্ধান্ত দিয়েছেন বলে মেসি যে অভিযোগ এনেছেন তা নাকচ করেছেন তিতে। তিনে বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে আমরা পরিস্কারভাবে জিতেছি। সেদিন কোনো বাজে রেফারিংয়ে ঘটনা ঘটেনি।
×