ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১২:৪৫, ৮ জুলাই ২০১৯

উখিয়ায় রোহিঙ্গা  ক্যাম্প পরিদর্শনে মালয়েশিয়ার  পররাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলার উখিয়ায় মালয়েশিয়ার ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেছেন সফররত মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ। কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি সরজমিন দেখা এবং এ নিয়ে আলোচনার জন্য এদেশে তিনদিনের সফরে এসেছেন তিনি। রবিবার সকালে উখিয়ায় অবস্থিত মালয়েশিয়ার ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোহিঙ্গা রোগীদের দেখভাল করেন। পরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। মন্ত্রী রবিবার বিকেল অবধি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কাটান। সেখানে মালয়েশিয়ার সরকার পরিচালিত ফিল্ড হাসপাতাল ও রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন ছাড়াও শিবিরে আশ্রিতদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকেই মালয়েশিয়া বাংলাদেশের পাশে রয়েছে।
×