ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নুসরাত হত্য মামলা কেরোসিন ও বোরকা বিক্রেতার সাক্ষ্য ও জেরা শেষ

প্রকাশিত: ১০:২৫, ৮ জুলাই ২০১৯

 নুসরাত হত্য মামলা  কেরোসিন ও বোরকা বিক্রেতার সাক্ষ্য ও জেরা শেষ

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৭ জুলাই ॥ বহুল আলোচিত ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার সাক্ষ্য ও জেরার ধার্য তারিখ রবিবার সকালে ফেনী করাগার থেকে চাজশীটভুক্ত ১৬ আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়েছে। বিচারক (জেলা জজ পদমর্যাদার) মোঃ মামুনুর রশিদের আদালতে মামলার সাক্ষী নুসরাতের গায়ে কেরোসিন ঢালার জন্য শামিমের কাছে কেরোসিন বিক্রয়কারী লোকমান হোসেন লিটন, ঘাতকদের পরিচয় গোপন করার জন্য ব্যবহৃত বোরকা বিক্রয়কারী জসিম উদ্দিন ও সে দোকানের কর্মচারী হেলাল উদ্দিন ফরহাদের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে।
×