ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইটের যাত্রা

প্রকাশিত: ১০:২৪, ৮ জুলাই ২০১৯

 চট্টগ্রাম থেকে প্রথম  হজ ফ্লাইটের  যাত্রা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রবিবার বিকেলে চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। বিকেল সাড়ে চারটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৪১৯ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়েছে জেদ্দার উদ্দেশে। হজ এ্যাজেন্সিস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ও বিমান সূত্রে জানা গেছে, এবার চট্টগ্রাম থেকে ১০ সহস্র্রাধিক হজযাত্রীর হজে যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই ১০ হাজারের কাছাকাছি টিকেটও বিক্রি হয়েছে। চট্টগ্রাম থেকে এবার ১৯টি হজফ্লাইট হজযাত্রীদের নিয়ে যাবে। এদের মধ্যে ১২টি যাবে জেদ্দায় ও ৭টি যাবে মদিনায়। সিডিউল অনুযায়ী, আগামী ৪ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট চালু থাকবে।
×