ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিছু ক্ষেত্রে উন্নতি হলেও এরশাদ এখনও লাইফ সাপোর্টে

প্রকাশিত: ১০:২৪, ৮ জুলাই ২০১৯

 কিছু ক্ষেত্রে উন্নতি হলেও এরশাদ এখনও লাইফ সাপোর্টে

স্টাফ রিপোর্টার ॥ কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হলেও লাইফ সাপোর্ট ছাড়া এখনও শঙ্কামুক্ত নন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। সিএমএইচ ঘুরে আসা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরশাদের ভাই জিএম কাদের রবিবার দুপুরে এ খবর জানান। এরশাদের শারীরিক খবর জানাতে বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জিএম কাদের হাজির হন দলের নেতাকর্মীদের সঙ্গে। কাদের জানান, রবিবার বেলা এগারোটায় এরশাদকে সিএমএইচে দেখে এসেছি। উনি তখন ঘুমাচ্ছিলেন, তবে খারাপ লেগেছে ওনার মুখের ভেতরে কতগুলো পাইপ দেখে। মনে হচ্ছিল অনেকদিন পর উনি শান্তিতে ঘুমোচ্ছেন। ডাক্তার আমাকে বলেছেন, ওনি এখনও শঙ্কামুক্ত নন। তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে। জিএম কাদের বলেন, লাইফ সাপোর্ট বহাল রয়েছে। সকালে যখন দেখেছি তখন ওনার ডায়ালাইসিস চলছিল হেমোডায়াফিল্টারিং মেশিনে। মেশিনটি সম্ভবত বাংলাদেশে শুধু সিএমএইচেই রয়েছে। এর আগে সকালে পার্টির বনানী কার্যালয়ে এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভূইয়া ও হাসিবুল ইসলাম জয় প্রমুখ। এদিকে চেয়ারম্যান এরশাদের রোগমুক্তি কামনা করে শনির আখড়ার শ্রী শ্রী শনি মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। প্রার্থনা অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি আকাশ কুমার ভৌমিক, সুজন দে, ডি কে সমির, ইন্দ্রজিত দাসসহ সহস্রাধিক ভক্ত অংশ নেন।
×