ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিলুপ্ত ক্যামেলিয়ন উদ্ধার

প্রকাশিত: ১০:২৩, ৮ জুলাই ২০১৯

 বিলুপ্ত ক্যামেলিয়ন উদ্ধার

বন্যপ্রাণী সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতার জন্য বেঁচে গেল বিলুপ্ত প্রজাতির ক্যামেলিয়ন। শনিবার সকালে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার তালডাংরার কেশাতড়া গ্রাম থেকে একটি পূর্ণ বয়স্ক ক্যামেলিয়ন বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যান। গ্রামবাসী ও বন দফতর সূত্রে জানা গেছে, অনিমেষ পতি নামে স্থানীয় এক ব্যক্তি গ্রামের জনবহুল রাস্তায় একটি ক্যামেলিয়নকে হেঁটে যেতে দেখেন। সঙ্গে সঙ্গে সেটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তিনি। পরে বন দফতরের সিমলাপাল রেঞ্জে খবর দিলে হাড়মাসড়া বিট অফিসের কর্মীরা এসে ঐ ক্যামেলিয়নটিকে উদ্ধার করে নিয়ে যান। বন কর্মকর্তা ক্যামেলিয়ন উদ্ধারের কথা স্বীকার করেন। তিনি বলেন, ক্যামেলিয়নটিকে কিছুটা সময় পর্যবেক্ষণে রেখে কোন গভীর জঙ্গলে ছেড়ে দেয়া হবে। -ওয়েবসাইট
×