ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিতাসে এক সঙ্গে ৩২০ কর্মকর্তা কর্মচারী বদলি

প্রকাশিত: ১০:২২, ৮ জুলাই ২০১৯

 তিতাসে এক সঙ্গে ৩২০ কর্মকর্তা কর্মচারী বদলি

স্টাফ রিপোর্টার ॥ তিতাস গ্যাস বিতরণ কোম্পানিতে একসঙ্গে ৩২০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। এর মধ্যে রবিবার ১৩৩ জনের বদলির আদেশ হয়। আর ১৮৭ জনের বদলির আদেশ জারি হয় গত বৃহস্পতিবার শেষ বিকেলে। তবে পরপর দুদিন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক কর্মী বদলি হলে বিষয়টি সকলের দৃষ্টিতে আসে। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায় এসব কর্মীদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের প্রেক্ষিতে এই বদলি করা হয়েছে। এক সঙ্গে এত বেশি সংখ্যক বদলি এর আগে করিনি তিতাস। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্বালানি মন্ত্রণালয়ের কাছে পাঠানো প্রতিবেদনে তিতাসের কর্মীদের একই কর্মস্থলে অনেক দিন কাজ করার ফলে একটি সিন্ডিকেট গড়ে তোলার কথা জানিয়েছিল। তিতাস বলছে দুদকের প্রতিবেদন ধরে আমরা ব্যবস্থা নিতে শুরু করেছি। এর আগে জ্বালানি বিভাগে ট্রুথ কমিশনে যাওয়া ব্যক্তিদের নামের তালিকা পাঠানো হয়েছে। এরপর কর্মকর্তা-কর্মচারীরা যেন দুর্নীতি না করতে পারে সে বিষয়ে নজর রাখা হচ্ছে। প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবেই এই বদলি করা হয়েছে বলে তিতাস গ্যাস বিতরণ কোম্পানির প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে বদলির আদেশ দেয়া শুরু হয়েছে। রবিবারই সব থেকে বেশি বদলি করা হয়েছে। তবে এটিকে চলমান প্রক্রিয়া হিসেবেই দেখছেন তিনি। তিতাস গ্যাস বিতরণ কোম্পানি সূত্র বলছে, বদলির আদেশ হওয়া কর্মীদের মধ্যে ৮১ জন প্রকৌশলী এবং ১০৬ জন কম্পিউটার অপারেটর রয়েছেন। বদলি হওয়া কর্মীদের বেশিরভাগই কারিগরি ক্যাডারের। যেহেতু এখন বিল আদায় থেকে সব কাজই কম্পিউটারের মাধ্যমে করা হয় তাই কম্পিউটার অপারেটরদের ভূমিকাকে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।
×